বাংলার খবর২৪.কম: জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ অনুমতি দেয়। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ করবে ২০ দলীয় জোট।
এর আগে সমাবেশের জন্য কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়ে চিঠি পাঠায় ২০ দলীয় জোট। তবে সোমবার দুপুর পর্যন্ত কোনো সাড়া না পাওয়ায় দুপুরের পর এ ব্যাপারে কথা বলতে ডিএমপি কার্যালয়ে যান বিএনপির কয়েকজন নেতা। সেখানে তাদের মৌখিকভাবে অনুমতি দেয়া হয়। তবে পরে লিখিত অনুমতি পাঠানো হবে।
মঙ্গলবারের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়া। উপস্থিত থাকবেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান