পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

রাবি’র ভর্তি পরীক্ষা: গোয়েন্দা নজরদারীতে শিক্ষক-কর্মচারীরাও

রাবি : সোমবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেধাবীদের মেধার ভর্তি যুদ্ধ শুরু হচ্ছে। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু এবং ফলাফলও বেরিয়েছে। এসব প্রতিযোগীতা মূলক ভর্তি পরীক্ষায় একদল প্রতারকচক্র অসৎ উপায়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

এতে করে একদিকে যেমন মেধাবীদের মেধার অবমূল্যয়ন এবং ভর্তি থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে কম মেধাবীরা টাকার বিনিময়ে ভর্তির সুযোগ পাচ্ছে। পরীক্ষার দিন যতই ঘনিয়ে আসছে ততই সক্রিয় হয়ে উঠছে এসব প্রতারকচক্র। এসব প্রতারকচক্রের প্রতারণা ঠেকাতে শক্ত অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আগামী ৯ থেকে ১২ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় জালিয়াতি বন্ধে এবার শিক্ষার্থীদের উপস্থিতির তালিকায় ছবি সংযুক্ত করে বদলি পরীক্ষার্থী ঠেকানোর নতুন পদ্ধতি চালু করা হয়েছে। আর ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি অনুষদের কয়েকজন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রলীগের নেতাকর্মী এবং বিশ্ববিদ্যালয় ও এর পার্শ্ববর্তী বেশ কিছু প্রতারকদের সর্বদা নজরে রেখেছে পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা।

বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন শীর্ষ নিউজকে বলেন, এ বছর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সদা তৎপর রয়েছে। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষায় বেশ কয়েকটি জালিয়াতি চক্র কাজ করতে পারে। ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, বহিরাগতসহ একাধিক শিক্ষার্থী ও কোচিং সেন্টারের লোকজন জড়িত থাকতে পারে।

তবে তাদের অনেককেই গোয়েন্দা সদস্যরা সর্বদা নজরে রেখেছেন। এছাড়া কয়েকটি একাডেমিক ভবনের একাধিক কর্মকর্তা-কর্মচারীর উপর নজর দারি রাখা হয়েছে বলে জানা যায়। আর নজরদারিতে রয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাও।

রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার (পূর্ব) হাসান মুহাম্মদ নাসের শীর্ষ নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে আমাদের বেশকিছু টিম কয়েক দিন ধরে কাজ করছে। তাছাড়া জালিয়াতি ঠেকাতে ভর্তি পরীক্ষার আগের দিন থেকে সকল ফটোকপির দোকানগুলো বন্ধ থাকবে এবং যারা এসব কাজের সাথে সম্পৃক্ত তাদের ব্যাপারে আমাদের সতর্ক অবস্থান রয়েছে। কোন কোন পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি হতে পারে সে বিষয়গুলো আগে থেকেই নজরে রেখেছে পুলিশের অপরাধ বিষয়ক শাখার সদস্যরা। তাছাড়া ভর্তি পরীক্ষায় মোবাইল কোর্ট থাকবে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন বলেন, এ বছর ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে।

উল্লেখ্য, ৯ থেকে ১২ নভেম্বর সকাল ও বিকেল দুই শিফটে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার বিশ্ববিদ্যালয়ের নয়টি অনুষদের ৫৬টি বিভাগে এবং দুটি ইনস্টিটিউটে মোট চার হাজার ১৪৮ শিক্ষার্থীকে ভর্তি করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

রাবি’র ভর্তি পরীক্ষা: গোয়েন্দা নজরদারীতে শিক্ষক-কর্মচারীরাও

আপডেট টাইম : ০২:০৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০১৫

রাবি : সোমবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেধাবীদের মেধার ভর্তি যুদ্ধ শুরু হচ্ছে। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু এবং ফলাফলও বেরিয়েছে। এসব প্রতিযোগীতা মূলক ভর্তি পরীক্ষায় একদল প্রতারকচক্র অসৎ উপায়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

এতে করে একদিকে যেমন মেধাবীদের মেধার অবমূল্যয়ন এবং ভর্তি থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে কম মেধাবীরা টাকার বিনিময়ে ভর্তির সুযোগ পাচ্ছে। পরীক্ষার দিন যতই ঘনিয়ে আসছে ততই সক্রিয় হয়ে উঠছে এসব প্রতারকচক্র। এসব প্রতারকচক্রের প্রতারণা ঠেকাতে শক্ত অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আগামী ৯ থেকে ১২ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় জালিয়াতি বন্ধে এবার শিক্ষার্থীদের উপস্থিতির তালিকায় ছবি সংযুক্ত করে বদলি পরীক্ষার্থী ঠেকানোর নতুন পদ্ধতি চালু করা হয়েছে। আর ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি অনুষদের কয়েকজন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রলীগের নেতাকর্মী এবং বিশ্ববিদ্যালয় ও এর পার্শ্ববর্তী বেশ কিছু প্রতারকদের সর্বদা নজরে রেখেছে পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা।

বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন শীর্ষ নিউজকে বলেন, এ বছর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সদা তৎপর রয়েছে। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষায় বেশ কয়েকটি জালিয়াতি চক্র কাজ করতে পারে। ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, বহিরাগতসহ একাধিক শিক্ষার্থী ও কোচিং সেন্টারের লোকজন জড়িত থাকতে পারে।

তবে তাদের অনেককেই গোয়েন্দা সদস্যরা সর্বদা নজরে রেখেছেন। এছাড়া কয়েকটি একাডেমিক ভবনের একাধিক কর্মকর্তা-কর্মচারীর উপর নজর দারি রাখা হয়েছে বলে জানা যায়। আর নজরদারিতে রয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাও।

রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার (পূর্ব) হাসান মুহাম্মদ নাসের শীর্ষ নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে আমাদের বেশকিছু টিম কয়েক দিন ধরে কাজ করছে। তাছাড়া জালিয়াতি ঠেকাতে ভর্তি পরীক্ষার আগের দিন থেকে সকল ফটোকপির দোকানগুলো বন্ধ থাকবে এবং যারা এসব কাজের সাথে সম্পৃক্ত তাদের ব্যাপারে আমাদের সতর্ক অবস্থান রয়েছে। কোন কোন পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি হতে পারে সে বিষয়গুলো আগে থেকেই নজরে রেখেছে পুলিশের অপরাধ বিষয়ক শাখার সদস্যরা। তাছাড়া ভর্তি পরীক্ষায় মোবাইল কোর্ট থাকবে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন বলেন, এ বছর ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে।

উল্লেখ্য, ৯ থেকে ১২ নভেম্বর সকাল ও বিকেল দুই শিফটে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার বিশ্ববিদ্যালয়ের নয়টি অনুষদের ৫৬টি বিভাগে এবং দুটি ইনস্টিটিউটে মোট চার হাজার ১৪৮ শিক্ষার্থীকে ভর্তি করা হবে।