ফেনী: ফেনীতে দাবিকৃত ৩ লাখ টাকা চাঁদা না পেয়ে জামাল উদ্দিন নামের এক সৌদি প্রবাসীর নির্মাণাধীন ঘর ভাংচুর করেছে যুবলীগ নামধারীরা। ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মধ্যম ধলিয়া গ্রামে শুক্রবার দিবাগত রাত ২টার দিক এ ঘটনা ঘটে।
পুলিশ,এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, মৃত ছৈয়দ রহমানের ছেলে সৌদি প্রবাসী জামাল উদ্দিন তার বাড়িতে পাকা বসতঘর নির্মাণ করছিল। শুক্রবার দুপুর ১২টার দিকে মাছিমপুর গ্রামের যুবলীগ নামধারী চিহ্নিত সন্ত্রাসি নুর নবী, নুর উদ্দিন টিপু, মধ্যম ধলিয়া গ্রামের নাজিম উদ্দিন, মো.ফারুক, দক্ষিণ ধলিয়া গ্রামের বাদশার নেতৃত্বে ১৫/২০জন সশস্ত্র সন্ত্রাসি প্রবাসী জামাল উদ্দিনের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বিকৃতি জানালে সন্ত্রাসিরা ২ রাউন্ড ফাকা গুলি করে এবং তাকে দেখে নেয়ার হুমকি দিয়ে নির্মাণ শ্রমিকদের মারধর করে তাড়িয়ে দেয়। এ ব্যাপারে ৫জনের নাম উল্লেখ করে জামাল উদ্দিন ফেনী মডেল থানায় ও র্যাব -৭ ফেনী ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে সন্ত্রাসিরা ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে রাত ২টার দিকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে নির্মাণাধীন ঘরটিতে ব্যাপক ভাংচুর চালিয়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। সন্ত্রসিদের অব্যাহত প্রাণনাশের হুমকিতে প্রবাসী জামাল উদ্দিন, স্ত্রী ও সন্তানদের নিয়ে নিরাপত্তাহিনতায় ভুগছেন। এ ব্যাপরে র্যাব-পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান