তিলোত্তমার উত্তর থেকে দক্ষিণ, গড়িয়া থেকে গড়িয়াহাট, বালি থেকে বেলগাছিয়া, সংবাদপত্রের বিভিন্ন পৃষ্ঠায় মিলবে উষ্ণতা৷ শ্রেণিবদ্ধ বিজ্ঞাপনে কলামে মিলবে মিডিলম্যানদের সুলুক-সন্ধান৷
‘অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া সম্ভব’ বলে জানালেন লালবাজারের কর্তাদের একাংশ৷ কলকাতা থেকে প্রকাশিত যে কোনও প্রথম-দ্বিতীয় শ্রেণির সংবাদপত্রের বিভিন্ন পাতার লক্ষ করলেই শ্রেণিবদ্ধ কলামে নজর পড়বে পত্রমিতালির বিজ্ঞাপন৷ নিঃসঙ্গতা দূর করতে বন্ধু কিংবা বান্ধবী খুঁজে দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ বিজ্ঞাপনদাতারা৷
বিভিন্ন পত্রমিতালি সংস্থার কাজের ধরন রকমফের রয়েছে৷ কিন্তু, প্রত্যেকেরই প্রতিশ্রুতি, তাদের সদস্যপদ গ্রহণ করলেই দূর হবে নিঃসঙ্গতা৷ হাতছানি জীবনকে রঙিন করে তোলার৷
পুরুষ কিংবা মহিলা, উচ্চপদস্থ বেসরকারি চাকরিজীবী যুবক অথবা শহরের পড়তে আসা কলেজ গার্ল, পত্রমিতালির হাত ধরেই একদিকে রোজগার করছে, অন্যদিকে পত্রমিতালির সদস্যপদ গ্রহণ করেই হাতের নাগালের মধ্যে পাওয়া যাচ্ছে সময় ও রাত কাটানোর সঙ্গিনী৷ কলকাতা শহরের হাজরা এলাকার একটি পত্রমিতালি সংস্থা এভাবেই সঙ্গী ও সঙ্গিনী সরবরাহ করছে৷
তাদের মতোত প্রায় প্রত্যেকটি সংস্থার তিন ধরনের সদস্যপদ গ্রহণ করা যায়৷ তারা জানাচ্ছে, মোবাইলে কথা বলার সঙ্গী-সঙ্গিনী, সরাসরি সাক্ষাতের সুযোগ এবং ‘ডিপ রিলেশন’ পদ্ধতিতে তারা মিতালি সরবরাহ করে৷ শুধু মোবাইলে কথা বলার সঙ্গী পেতে সদস্যদের গুনতে হবে ৫০০ টাকা৷ সরাসরি সাক্ষাতের বন্ধু-বান্ধবী পেতে হলে এক হাজার টাকার সদস্যপদ গ্রহণ করতে হবে৷
আর ঘনিষ্ট সম্পর্ক গড়ে তোলার সঙ্গিনীর সন্ধান পাওয়া যাবে দেড় থেকে দু’হাজার টাকার সদস্যপদে৷ খোঁজ-খবর করে এই সমস্ত সংস্থার সদস্যপদ গ্রহণের নানা পদ্ধতি উদ্ধার হয়েছে৷ সংবাদপত্রের শ্রেণিবদ্ধ বিজ্ঞাপনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করলেই সুরেলা কণ্ঠে বিপাশা, মৌমিতা কিংবা সুস্মিতারা বুঝিয়ে দেবে কীভাবে সদস্যপদ গ্রহণের পদ্ধতি৷ কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্রী নাকি গৃহবধূ?
টাকা প্রাপ্তির পরেই মিলবে সঙ্গী-সঙ্গিনীর মোবাইল নম্বর৷ ছ’মাস কিংবা এক বছরের সদস্যপদ গ্রহণ করলে নিয়মিত নতুন নতুন বন্ধু-সঙ্গিনীর মোবাইল নম্বর সরবরাহ করবে মিডিলম্যান পত্রমিতালি সংস্থাগুলি৷
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান