আমার বয়স ২০ বছর। এই বছরের শুরুতে আমাদের এলাকার একটি ছেলের সাথে আমার সম্পর্ক হয়। তার জোরাজুরিতে তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। আমি তাকে ভালোবাসতাম কিন্তু পরে জানতে পারি সে মাদকাসক্ত, বাজে ছেলে। এসব জেনে আমি সরে আসতে চাই, মানে সরেও আসি। যেহেতু ছেলেটা আমার এলাকার, তাই তার সামনে আমাকে পড়তেই হয়।
সে আমার নম্বর জোগাড় করে কল করে, হুমকি দেয়। বলে তার কথা আমি না শুনলে আমার ছবি, ভিডিও সব নেটে দিয়ে দিবে। সে প্রতিদিন আমার নগ্ন ছবি ৩০/৪০টা করে চাইতো। আমি ভয় পেয়ে তাকে দিয়েও দিতাম। কিন্তু দিন দিন এর মাত্রা বেড়েই যাচ্ছে। এখন সে ৫০টা চায় আর আমিও দেই। আমি কাউকে কিছু বলতে পারছিনা মান সম্মানের ভয়ে।
নারীদের পিরিয়ড সংক্রান্ত সমস্যা ও সমাধান
আমার বাবা এখন হাসপাতালে, কী করবো বুঝতে পারছিনা। ছেলেটা এলাকার প্রভাবশালী। দয়া করে আমাকে সাহায্য করুন।
প্রশ্নটি আমাদের ফেসবুক পেজে করেছেন : নাম প্রকাশে অনিচ্ছুক একজন তরুনী
উত্তর:
সত্যি কথা বলি আপু, তোমার লেখাগুলো পড়ে আমার অনেক কিছুই খটকা লাগছে। যেমন-
ছেলেটি বলছে তুমি তাঁকে নগ্ন ছবি না দিলে সে তোমার ছবি-ভিডিও ইত্যাদি ইন্টারনেটে ছেড়ে দিবে। তারমানে নগ্ন ছবি দিতে শুরু করার আগে থেকেই তোমার নগ্ন ছবি ও ভিডিও তার কাছে আছে। ঠিক? আর বলাই বাহুল্য যে সেগুলো তুমি স্বেচ্ছায় করেছিলে বা তাকে দিয়েছিলে। এখন আমার প্রশ্ন হচ্ছে, সেটা কেন করেছ? প্রেম করলেই যৌন সম্পর্ক করতে হবে এমন কোন আইন আছে? তুমি বলছ, ছেলেটির জোরাজুরিতে যৌন সম্পর্ক হয়। কিন্তু তুমি নির্জনে দেখা করতে না গেলে তো আর এমনটা হতো না, তাই না?
ঘুমানোর আগে ৯ টিপস, সকালেই যেন এক রাজকুমারী আপনি!
এখন ছেলেকে তুমি স্বেচ্ছায় নগ্ন ছবি দিয়েছ, ভিডিও করতে দিয়েছ… এখনো দিয়ে যাচ্ছ… তোমার এই সমস্যার আমি কী সমাধান দেব আপু? নিজের সমস্যা সমাধানের সকল পথ তো তুমি নিজেই বন্ধ করে দিয়েছ। একন একটাই উপায় আছে, নিজের পরিবারকে সব খুলে বলো। সব খুলে বলে তাঁদের সহায়তা চাও। তাঁদের সাহায্য নিয়ে অন্য কোন শহরে বা অন্য কোন দেশে চলে যাও ছেলেটির নাগালের বাইরে। এতে ছেলেটি তোমার সাথে যোগাযোগ করতে পারবে না ঠিক। তবে ইন্টারনেটে তোমার ছবি ছেড়ে দেবে না, সেই নিশ্চয়তা পাবার জন্য তোমার আইনি সহায়তা নিতে হবে। আর সেটাও পরিবারের মাধ্যমেই নিতে হবে। তুমি অনেক ছোট, একলা কিছুই করতে পারবে না। বিষয়টি ইতিমধ্যেই অনেক বেশী নোংরা হয়ে গেছে। আরও নোংরা হবার আগে সব পরিবারকে জানাও বাবা সুস্থ হবার পর। তারপর যা করার তারাই করবেন। মা বাবাকে জানাতে না পার ভাই বোনকে জানাও।
চাইনিজ রেস্তরাঁর গারলিক চিকেন তৈরি করুন ঘরেই (ভিডিও) -
যে ভুল তুমি করেছ, এখন সেই ভুলের ক্ষতিপূরণও তোমাকেই দিতে হবে।
পরামর্শ দিয়েছেন-
রুমানা বৈশাখী
এডিটর ইন চার্জ (প্রিয় লাইফ-সায়েন্স ও প্রিয় আনসার)
প্রিয়.কম
বিশেষ দ্রষ্টব্য
আমি কোন মনোরোগ বিশেষজ্ঞ, চিকিৎসক বা আইনজীবী নই। কেবলই একজন সাধারণ লেখক আমি, যিনি বন্ধুর মত সমস্যাটি শুনতে পারেন ও তৃতীয় ব্যক্তির দৃষ্টিকোণ থেকে কিছু পরামর্শ দিতে পারেন। পরামর্শ গুলো কাউকে মানতেই হবে এমন কোন কথা নেই। কেউ যদি নতুন কোন দিক নির্দেশনা পান বা নিজের সমস্যাটি বলতে পেরে কারো মন হালকা লাগে, সেটুকুই আমাদের সার্থকতা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান