চাদঁপুর : চাঁদপুরে টাকা লেন-দেন সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যবসায়ীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার পায়ের রগ কেটে জখম অবস্থায় নদীতে নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।শনিবার দিবাগত রাত ১১টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের চাঁদপুর সেতুতে মো. শামীম (৩৫) নামে ওই ব্যবসায়ী নির্মম এই হামলার শিকার হন।ব্যবসায়ী শামীম চট্টগ্রামের কাপ্তাই এলাকার রাস্তার মাথার কাদের প্রধানিয়া বাড়ির আলমগীর হোসেনের ছেলে। তার নানার বাড়ি চাঁদপুর সদর উপজেলার মুন্সিরহাট এলাকায়। তিনি কাপ্তাই এলাকার মাছ ব্যবসায়ী। চাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, পিয়াস ও নীরব নামে দুজন শিক্ষার্থীর সঙ্গে শামীমের ৩০ হাজার টাকা লেন-দেন ছিলো। ৩০ হাজারের পরিবর্তে তারা ১ লাখ টাকা দাবি করলে বাক-বিত-ার সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা শামীমের পেটে ও হাতে ছুরিকাঘাত করে এবং বাম পায়ের দুটি রগ কেটে চাঁদপুর সেতুর উপর থেকে ডাকাতিয়া নদীতে ফেলে দেন।
আহত অবস্থায় শামীম কোনোমতে পাড়ে উঠে অচেতন হয়ে পড়ে। এ সময় বাবুল নামে এক জেলে নদীর পাড় থেকে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আরও জানান, টাকা লেন-দেন নিয়ে পিয়াস ও নীরবসহ অজ্ঞাতনামা আরও দুজন যুবক ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। দুর্বৃত্তদের খুঁজে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গোলাম রায়হান জানান, আহত ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসা চলছে, তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠাতে হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান