পাবনা: বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংলাপে বসা মানে বঙ্গবন্ধুর খুনীদের সাথে হাত মেলানো। যিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিলেন তার সঙ্গে কোন আলোচনা হতে পারে না। কোনো খুনি ও খুনের মদদদাতাদের সাথে আওয়ামী লীগ সরকার কখনই সংলাপে বসবে না।
শনিবার দুপুরে পাবনা সিভিল সার্জন কার্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় বন্ধন কমিউনিটি সেন্টারে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, লন্ডনে বসে বিএনপি নেত্রী খালেদা জিয়া বলছেন দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের সঙ্গে সংলাপে বসবেন। কিন্তু কার সাথে সরকার সংলাপে বসবে এমন প্রশ্ন করে তিনি (নাসিম) বলেন, বঙ্গবন্ধুর খুনীদের সাথে, জাতীয় চার নেতা হত্যাকারীদের সাথে, জামায়াতের বন্ধুদের সাথে, না আপনাদের (বিএনপি) সাথে ? সংলাপে বসা মানে বঙ্গবন্ধুর খুনীদের সাথে হাত মিলানো। কোনো খুনি ও খুনের মদদদাতাদের সাথে আওয়ামী লীগ সরকার কখনই সংলাপে বসবে না।
নাসিম বলেন, বর্তমান সময়ে দেশের উন্নয়নের বড় বাধা বিএনপি নেত্রী খালেদা জিয়া। ম্যাডাম খালেদার চক্রান্ত এখনও শেষ হয় নাই। তিনি মুখে এক কথা বলছেন আর অন্তরে আরেকটা ষড়যন্ত্র আঁটছেন। শেখ হাসিনা ৭১’র মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছেন। কিন্তু একটা দিনও ম্যাডাম জিয়া মুখ দিয়ে বলেন নাই এই বিচার হওয়া দরকার। বরং ঘাতকদের বাঁচাতে ইস্যুবিহীন হরতাল অবরোধের নামে জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করে গাড়ী বাড়ি জ্বালিয়েছেন।
তিনি আরও বলেন, ম্যাডাম খালেদা এখন আবার নতুর করে বিদেশীদের হত্যা করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। কিন্তু তাতে কোন লাভ নেই বিদেশী হত্যার সাথে গড ফাদার নয় গড ব্রাদার জড়িত সেটা জাতির কাছে স্পষ্ট হয়েছে। স্বল্প সময়েই তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হবে। বেগম খালেদা জিয়া আন্দোলনের ডাক দিকে গোলাপী চেহারা এখন তামাটে হয়ে গেছে। কোথায়ও কোন সাড়া নেই।
স্বাস্থ্য বিভাগ আয়োজিত মত বিনিময় সভায় পাবনার সিভিল সার্জন ডা. শহিদ মো. সাদেকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে, ভূমিমন্ত্রী ও পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলু, পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মকবুল হোসেন, পাবনা-আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুর রহমান আরজু ও পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোঃ নুরুল হক ও পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু বক্তব্য রাখেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান