ঢাকা : জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে সম্প্রতি দলটির যুগ্ম মহাসচিবের পদ থেকে পদত্যাগকারী অধ্যাপক ইকবাল হোসেন রাজুকে জাপার প্রাথমিক সদস্য পদসহ সকল প্রকার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
জাপার গঠনতন্ত্রের ৩৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এরশাদ তাকে অব্যাহতি দিয়েছেন বলে শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইকবাল হোসেন রাজু শীর্ষ নিউজকে বলেন, আমি এক সপ্তাহ আগেই যুগ্ম মহাসচিবের পদ থেকে সরে দাঁড়িয়েছি। এটা থেকে আর অব্যাহতি দেওয়ার কি আছে? আর প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ যখন কারাগারে ছিলেন, তখন আমার কোনো পদ ছিল না। পদ ছাড়াই আমি তাকে মুক্ত করার জন্য প্রথম মিছিল করেছিলাম। এখনও যারা এরশাদ সাহেবকে বিভ্রান্তির মধ্যে ফেলে রেখেছে তাদের হাত থেকে এরশাদকে মুক্ত করতে পদ ছাড়াই আন্দোলন করে যাবো।
উল্লেখ্য, জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে গত ২৯ অক্টোবর মধ্যরাতে একটি ক্ষুদে বার্তার মাধ্যমে দলের যুগ্ম মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ইকবাল হোসেন রাজু।