ঢাকা: প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মুফতি জাহিদ হাসান মারুফ নামে একজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি ফেনীর একটি মাদ্রাসা শিক্ষক বলে জানা গেছে। তবে পুলিশ আটকের বিষয়টি স্বীকার করেনি।
জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে তাকে ফেনীর ফুলগাজী থানার উত্তর তারাকুচা গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ঢাকায় মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়।
ফুলগাজী থানা পুলিশের একটি সূত্র জানায়, মুফতি জাহিদ হাসান মারুফকে দীপন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে গোয়েন্দা পুলিশ তাদের জানিয়েছেন। পরে বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয় বলেও জানান থানা পুলিশের ওই কর্মকর্তা।
মুফতি মারুফের বাবা মুফতি হাবিব উল্লাহ জানান, বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে ঢাকার গোয়েন্দা পুলিশ পরিচয়ে তার বাড়ি ও মাদ্রাসায় অভিযান চালায়। গোয়েন্দাদের পক্ষ থেকে তাকে জানানো হয়েছিল তার ছেলের জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে এবং দীপন হত্যায় জড়িত থাকার বিষয়েও তাদের কাছে তথ্য রয়েছে। তবে মুফতি হাবিব উল্লার দাবী করে বলেন, কোন অপরাধের সঙ্গে জড়িত নয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান