বাংলার খবর২৪.কম স্পোর্টসঃ ক্রিকেটকেই তিনি দিয়েছেন অন্য মাত্রা। শচিন টেন্ডুলকার গোটা ভারতবর্ষের কাছে ‘ক্রিকেট ঈশ্বর!’ হবেই না বা কেন। একশ’ কোটি মানুষের প্রত্যাশার বোঝা কাঁধে নিয়ে অবিরাম ছুটেছেন ২৪ বছর। চাপকে জয় করে ভারতীয় ক্রিকেটকে টেনে নিয়ে গেছেন আকাশে।
সেই টেন্ডুলকারের নামে ক্রিকেট সিরিজ চালু হবে এটা অবাক করার মতো কিছু নয়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও (বিসিসিআই) চিন্তা করছে ‘ভারত রত্ন’ কে আরও সম্মানিত করার। বিসিসিআইয়ের সচিব সঞ্জয় প্যাটেল বলেন, ‘টেন্ডুলকারের মতো কিংবদন্তিকে সম্মানিত করতে পারা গর্বের। তবে আমাদের মাথায় রাখতে হবে কোন বড় সিরিজ যেন তার নামে হয়।’
আসন্ন ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজই টেন্ডুলকারের নামে হবে কি-না এমন প্রশ্নের জবাবে প্যাটেলের মন্তব্য, ‘এখনই এ ব্যাপারে কথা বলার মতো অবস্থা তৈরি হয়নি। আসলে কোন কিছুই এখনো চূড়ান্ত হয়নি।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান