রাবি: বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদগুলোতে কেন স্বাধীনতার প্রেমী ছাত্রদের নিয়োগ দেওয়া হচ্ছে না? যেখানে প্রায় পাচঁশত আসন খালি আছে। যোগ্যতার বলে আপনারা উপাচার্য, উপ-উপাচার্য হননি। আপনারা আওয়ামী লীগ করেন বলেই আজ উপাচার্য, উপ-উপাচার্য হয়েছেন।
‘আপনারা আমাদের সন্তানদের নিয়োগ দিবেন না তো জামাত-শিবির নিয়োগ দিবেন? যখন সবকিছু হারিয়ে যাবে, তখন রাস্তা দিয়ে চলা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে ।’
বুধবার জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের দলীয় টেন্টে বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, আজ এমন এক জায়গায় দাড়িয়ে কথা বলছি যেখানে যুগে যুগে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, যেখানে শিক্ষার জন্যে আন্দোলন করতে প্রাণ দিতে হয়েছে শহীদ শামসুজ্জোহা স্যারকে, হারাতে হয়েছে অনেক ছাত্রলীগ নেতাকর্মীর হাত-পায়ের রগ। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই তাই অনেক কিছুই দেখতে হয়।
বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার পক্ষের লোকদের নিয়োগ দেয়া হয়না উল্লেখ করে তিনি আরো বলেন, ‘রাবিতে আজ শান্তি বিরাজ করছে শুধু ছাত্রলীগ সজাগ আছে বলে। অথচ স্বাধীনতার পক্ষের লোকদেরকে নিয়োগ দেয়া হচ্ছে না।
বছর দেড়েক আগে চাকরি দিবে বলে প্রশাসনকে আমরা লিষ্ট দিয়েছিলাম। কিন্তু সেই লিষ্ট কোথায়? আমরা ইশারা দিলেই গদি উঠাতে ২৪ ঘন্টাও সময় লাগবেনা। আমি (লিটন) ও ডাবলু ক্যাম্পাস শান্ত রেখেছি। কিন্তু আর কতদিন দেখবো। প্রশাসন আমাদের কাজ করে না। বিএনপি যদি কোনকিছুর তোয়াক্কা না করে একবারে ৫৪৪ জনকে নিয়োগ দিতে পারে আপনারা কি স্বাধীনতার পক্ষের ১৪৪ জনকে নিয়োগ দিতে পারেন না! আপনারা কি এতই স্বচ্ছ !
রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় ও রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য সাইদুল ইসলাম রুবেল, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তবীবুর রহমান শেখ প্রমুখ।
এদিকে জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দিনব্যাপী ছবি প্রদর্শনির আয়োজন করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান