রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলা খাদ্য কর্মকর্তা মইনুল ইসলামের বিরুদ্ধে এক নিরাপত্তাকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তানোর খাদ্য গুদাম কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় লাঞ্ছনার শিকার নিরাপত্তাকর্মী আবুল কালাম আজাদ তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা খাদ্য কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে ট্রাকভর্তি নিম্নমানের চাল গুদামজাত করতে নিয়ে এলে স্থানীয় কয়েকজন ব্যক্তি বাধা দেয়। এ সময় খাদ্য নিরাপত্তাকর্মী আবুল কালাম আজাদ স্থানীয় লোকজনের পক্ষে কথা বলেন। এ কারণে উপজেলা খাদ্য কর্মকর্তা মইনুল ইসলাম তাঁকে কার্যালয়ে ডেকে এনে চড়-থাপ্পড় মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
খাদ্য নিরাপত্তাকর্মী আবুল কালাম আজাদ জানান, বোরো মৌসুমে তানোর উপজেলা খাদ্য গুদামের জন্য ৩২৮ টন জিরা জাতের চিকন ধান কেনা হয়েছিল। সে ধানগুলো চাঁপাইনবাবগঞ্জ এরফান অটোমিলে ৯টি ট্রাকে করে নেওয়া হয়। কিন্তু চিকন চালের পরিবর্তে তানোর উপজেলা খাদ্য কর্মকর্তা জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী জেলা থেকে নিম্নমানের মোটা জাতীয় চাল কিনে গুদামজাত করছেন। এ সময় স্থানীয় লোকজন বাধা দিলে উপজেলা খাদ্য কর্মকর্তা তাঁকে সন্দেহ করে মারধর করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
চান্দুড়িয়া ইউনিয়নের আল-আমিন চালকলের মালিক সাহাবুর রহমান জানান, উপজেলা খাদ্য কর্মকর্তা নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। তিনি নিজেই বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে ধান-চালের ব্যবসা করেন। তাঁর এই দুর্নীতির কারণে এর আগে উপজেলা চাতাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পাপুল সরকারসহ কয়েকজন মিলে খাদ্য কর্মকর্তাকে উত্তম মাধ্যম দিয়েছিলেন।
অভিযোগের ব্যাপারে জানতে তানোর উপজেলা খাদ্য কর্মকর্তা মইনুল ইসলামের মুঠোফোনে একাধিকার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
লাঞ্ছনা করার অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, মোবাইলে ফোনে তিনি এ ধরনের একটি অভিযোগ পেয়েছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে সত্যতা পেলে উপজেলা খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।