ঢাকা: ২০১৮ সাল থেকে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী প্রযন্ত করা হবে সম্পুর্ণ অবৈতনিক ভাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।
রোববার জেএসসি ও জেডিসি পরীক্ষা চলাকালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকেন্দ্র এবং বকশীবাজার আলিয়া মাদ্রাসাকেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত অভিভাবক ও সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, নকল ও প্রশ্নপত্র ফাঁস মুক্ত পরীক্ষা গ্রহণে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। সারাদেশে নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ পরীক্ষার মাধ্যমে ঝরেপড়া রোধ ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান