ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট দেশের ফুটবল ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। এ টুর্নামেন্টের মাধ্যমে চট্টগ্রাম নতুন ইতিহাস সৃষ্টি করেছে।’
‘এদেশে ফুটবল আরো জনপ্রিয়তা পাক, হাটে-মাঠে-ঘাটে ছড়িয়ে পড়ুক’, বলেও আশা প্রকাশ করেন তিনি।
শুক্রবার রাতে খেলা শেষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি খেলার মাঠ এমএ আজিজ স্টেডিয়ামে যোগ দেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি বলেন, ‘এ টুর্নামেন্ট আমাদের পরিবারের জন্য গর্বের করার মত বিষয়। আমাদের পরিবারের সবাই ক্রীড়া প্রেমিক। জাতির পিতাও ফুটবল খেলতেন। আমার দাদা লুৎফর রহমানও ফুটবল খেলোয়াড় ছিলেন। শেখ কামাল ভাল ফুটবলার ছিলেন। আমার দাদা শেখ লুৎফর রহমানও ভাল ফুটবলার ছিলেন।’
শেখ হাসিনা বলেন, অনেক কাজ বাদ দিয়ে ফাইনাল খেলা উপভোগ করেছি। যারা চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়েছে তাদের অভিনন্দন এবং যারা খেলা দেখেছেন তাদেরও ধন্যবাদ।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, জাহিদ আহসান রাসেল, এমএ লতিফ এমপি, শামসুল ইসলাম চৌধুরী এমপি প্রমুখ।
এ দিকে জাতীয় সংসদের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় চট্টগ্রাম আবাহনীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেন, আন্তর্জাতিক ক্লাব ফুটবলের এই জয় বাংলাদেশ ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এর মাধ্যমে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরে পাবে।
এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ আ স ম ফিরোজ।