বাংলার খবর২৪.কম, রংপুর : রংপুরের মিঠাপুকুরে পুলিশ কনসটেবলের বস্তাবন্দি লাশ, পীরগাছায় যুবককে হাত পা কেটে হত্যা এবং সদরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তারসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে ও সোমবার রাতে ওইসব খুনের ঘটনা ঘটে। এব্যাপারে পৃথক তিনটি মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানাগেছে , উপজেলার মির্জাপুর ইউনিয়নের রুহিয়া বনিনাথপুর গ্রামের হান্নান মুনশির ছেলে আতিকুর রহমান(২৫) পুলিশ কনসটেবল হিসেবে যোগ দেন ২০০৯ সালে। তিনি চাপাইনবাবগঞ্জে কর্মরত ছিলেন। কয়েকদিনের ছুটিতে তিনি রোববার সন্ধ্যায় মিঠাপুকুর উপজেলার শঠিবাড়িতে নামেন। এরপর একটি পরিচিত ভ্যানে মালপত্র বাড়িতে পাঠিয়ে দিয়ে স্ত্রী আখতারা খাতুন নুপুরকে জানিয়ে দেন কিছুক্ষনের মধ্যেই তিনি বাড়িতে আসছেন। এরপর স্বামী স্ত্রীর মধ্যে বেশ কয়েকবার মোবাইলে কথা হয়। রাত ১২ টায় আতিকুর রহমান বাড়িতে না আসায় স্ত্রী আবার মোবাইলে ফোন করে মোবাইল বন্ধ পান। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তার আর কোন খোঁজ মেলেনি।
সোমবার রাতে একই উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর ব্রীজের নিচে বস্তাবন্ধি অবস্থায় অঞ্জাত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর আতিকুর রহমানের বাবা হান্নান মুনশি থানায় গিয়ে ছেলের লাশ সনাক্ত করেন। এ ঘটনায় পুলিশ জিঞ্জাসাবাসের জন্য ওই এলাকার লাবলী ও তার ভাই আনোয়ার হোসেসহ ৫ জনকে আটক করে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে পীরগাছা থানা সুত্রে জানা গেছে, পীরগাছা উপজেলার দামুরচাকলা বাজারে ইটভাটার আধিপত্য নিয়ে দুর্বৃত্তরা আবু হোসেনের ছেলে খায়রুল ইসলাম(৩২) কে সোমবার রাতে বাজার থেকে ধরে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে। দুর্বৃত্তদের কোপে খায়রুল ইসলামের হাত পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় । এব্যাপারে নিহতের ছোট ভাই আল আমিন বাদি হয়ে ১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এরপর পুলিশ আবদুর রহিম ফারুখ নামে একজনকে গ্রেপ্তার করে।
অপরদিকে, রংপুর নগরীর দর্শনা গ্রামীণ ব্যাংকের ম্যানেজার আবদুল্লাহ আল মামুন(৩৫) ওই এলাকায় রফিকুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে স্ত্রী নিয়ে থাকতেন। কয়েকদিন আগে স্ত্রীকে তার বাবার বাড়ি বগুড়ায় রেখে আসে। এরপর একাই থাকবেন বাড়িতে। গতকাল মঙ্গলবার অনেক বেলা পর্যন্ত ঘরের দরজা বন্ধ দেখে এলাকার লোকজন অনেক ডাকাডাকি করেন কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করেন। এরপর ঘরের ফ্যানের সাথে তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধর করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। তার হত্যাকান্ড রহস্যময় বলে এলাকাবাসি জানায়। কোতয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, এ বিষয়ে তদন্ত চলছে। লাশ ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান