অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাবলুর কর্মকাণ্ডে ক্ষুব্ধ: যুগ্ম মহাসচিবের পদ থেকে ইকবালের পদত্যাগ

ঢাকা : জাতীয় পার্টির বিশৃঙ্খল অবস্থা ও পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে যুগ্ম মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ালেন ইকবাল হোসাইন রাজু।

বৃহস্পতিবার রাত ১ টার দিকে মহাসচিবের নিকট পাঠানো একটি ক্ষুদে বার্তার মাধ্যমে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন। তার এ ক্ষুদে বার্তাটি সাংবাদিকদের কাছে পাঠিয়েছেন। ক্ষুদে বার্তায় তিনি পদত্যাগের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেন নি।

এ বিষয়ে জানতে বৃহস্পতিবার সকালে ইকবাল হোসাইন রাজুর মোবাইলে ফোন করা হলে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর ওপর ক্ষোভ প্রকাশ করে শীর্ষ নিউজকে বলেন, জাতীয় পার্টিতে বর্তমানে কোনো প্রকার শৃঙ্খলা নেই। মহাসচিব জিয়াউদ্দিন আহমদে বাবলুসহ কয়েকজন নেতা দলের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে রেখেছেন। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে বিভ্রান্তির মধ্যে রেখে তারা নিজেদের মতো করে পার্টি চালাচ্ছেন। সারাদেশে কাউন্সিলের নামে তামাশা করে ত্যাগী নেতাদের বাদ দিয়ে তাদের নিজেদের পছন্দের লোক দিয়ে কমিটি গঠন করছেন।

তিনি বলেন, আমরা এখন নামে মাত্র কাগজে-কলমে যুগ্ম মহাসচিব। সারাদেশে কাউন্সিল ও কমিটি গঠনসহ কোনো কাজেই আমাদের সঙ্গে কোনো প্রকার পরামর্শ করা হয় না। ওনারা একক ক্ষমতা বলে যা ইচ্ছে তাই করে যাচ্ছেন। বর্তমানে জাতীয় পার্টিতে কোনো সাংগঠনিক শৃঙ্খলা নেই। তিনি প্রশ্ন রেখে বলেন, কোনো কাজে যদি আমাদেরকে ডাকা না হয় তাহলে, এই পদে থেকে লাভ কী।

রাজু আরো বলেন, আমরা দীর্ঘ দিন থেকেই বলে আসছি যে, দেশের মানুষ ও নেতাকর্মীদের কাছে আমাদের অবস্থান পরিষ্কার করা দরকার। আমরা আসলে সরকারি দল নাকি বিরোধীদল এটা নিয়ে পার্টির নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন। আর এক সঙ্গেতো সরকার ও বিরোধীদলে থাকা যায় না।

তবে যুগ্ম মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ালেও তিনি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গেই থাকবেন বলে জানান।

ইকবাল হোসাইন রাজুর অভিযোগের বিষয়ে জানতে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মোবাইলে একাধিকবার ফোন করলেও রিসিভ হয়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক দূর্ঘটনায় প্রধান শিক্ষক ও জামায়াত নেতা নিহত

বাবলুর কর্মকাণ্ডে ক্ষুব্ধ: যুগ্ম মহাসচিবের পদ থেকে ইকবালের পদত্যাগ

আপডেট টাইম : ০৯:৫৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫

ঢাকা : জাতীয় পার্টির বিশৃঙ্খল অবস্থা ও পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে যুগ্ম মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ালেন ইকবাল হোসাইন রাজু।

বৃহস্পতিবার রাত ১ টার দিকে মহাসচিবের নিকট পাঠানো একটি ক্ষুদে বার্তার মাধ্যমে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন। তার এ ক্ষুদে বার্তাটি সাংবাদিকদের কাছে পাঠিয়েছেন। ক্ষুদে বার্তায় তিনি পদত্যাগের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেন নি।

এ বিষয়ে জানতে বৃহস্পতিবার সকালে ইকবাল হোসাইন রাজুর মোবাইলে ফোন করা হলে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর ওপর ক্ষোভ প্রকাশ করে শীর্ষ নিউজকে বলেন, জাতীয় পার্টিতে বর্তমানে কোনো প্রকার শৃঙ্খলা নেই। মহাসচিব জিয়াউদ্দিন আহমদে বাবলুসহ কয়েকজন নেতা দলের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে রেখেছেন। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে বিভ্রান্তির মধ্যে রেখে তারা নিজেদের মতো করে পার্টি চালাচ্ছেন। সারাদেশে কাউন্সিলের নামে তামাশা করে ত্যাগী নেতাদের বাদ দিয়ে তাদের নিজেদের পছন্দের লোক দিয়ে কমিটি গঠন করছেন।

তিনি বলেন, আমরা এখন নামে মাত্র কাগজে-কলমে যুগ্ম মহাসচিব। সারাদেশে কাউন্সিল ও কমিটি গঠনসহ কোনো কাজেই আমাদের সঙ্গে কোনো প্রকার পরামর্শ করা হয় না। ওনারা একক ক্ষমতা বলে যা ইচ্ছে তাই করে যাচ্ছেন। বর্তমানে জাতীয় পার্টিতে কোনো সাংগঠনিক শৃঙ্খলা নেই। তিনি প্রশ্ন রেখে বলেন, কোনো কাজে যদি আমাদেরকে ডাকা না হয় তাহলে, এই পদে থেকে লাভ কী।

রাজু আরো বলেন, আমরা দীর্ঘ দিন থেকেই বলে আসছি যে, দেশের মানুষ ও নেতাকর্মীদের কাছে আমাদের অবস্থান পরিষ্কার করা দরকার। আমরা আসলে সরকারি দল নাকি বিরোধীদল এটা নিয়ে পার্টির নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন। আর এক সঙ্গেতো সরকার ও বিরোধীদলে থাকা যায় না।

তবে যুগ্ম মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ালেও তিনি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গেই থাকবেন বলে জানান।

ইকবাল হোসাইন রাজুর অভিযোগের বিষয়ে জানতে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মোবাইলে একাধিকবার ফোন করলেও রিসিভ হয়নি।