ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের একটি বাজারে রকেট হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।
শুক্রবার এ হামলার ঘটনাটি ঘটে। ভিয়েনায় সিরিয়া সংকট নিরসনে একটি রাজনৈতিক সমাধানের পথ খুঁজতে বিশ্বশক্তিগুলোর আলোচনা চলাকালেই এ হামলার ঘটনাটি ঘটলো।
দেশটিতে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ দাবি করেছে, সিরিয়ার সেনাবাহিনীই এ রকেট হামলা চালিয়েছে। সিরীয় কর্তৃপক্ষ এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’র প্রধান রামি আব্দেল রহমান সংবাদমাধ্যমকে জানান, এ হামলায় আরও শতাধিক আহত হয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান