ডেস্ক: বিশ্ব বিবেককে নাড়িয়ে দেয়া সিরিয়ান শিশু আয়লান কুর্দি যে পথে তুরস্ক থেকে ইউরোপ পাড়ি দেয়ার সময় নিহত হয়েছিল সেই তুরস্ক-গ্রীস ক্রসিংয়ে আরো ৭০ শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে সেভ দ্য চিলড্রেন এক বিবৃতিতে একথা জানায়।
সেভ দ্য চিলড্রেন জানায়, আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) মতে চলতি বছর সেপ্টেম্বরের ২ তারিখ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত তুরস্ক থেকে গ্রীস যাওয়ার পথে কমপক্ষে ৭০ শিশু নিহত হয়েছে।
তুর্কি সমুদ্র সৈকতে মুখ থুবড়ে পড়ে থাকা সিরিয়ার শিশু আয়লান কুর্দির লাশের ছবি সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করলে ইউরোপের দেশগুলো সিরিয়ার অভিবাসীদের আশ্রয় দিতে সম্মত হয়।
কিন্তু ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন দেশের সীমান্ত পার হয়ে কাঙ্খিত দেশে পৌঁছানোর আগেই অনেক অভিবাসী নিহত হচ্ছেন। উদ্বেগের বিষয় হলো শিশুরাই মৃত্যুর শিকার হচ্ছে বেশি।
সেভ দ্য চিলড্রেনের মুখপাত্র ও'সুলিভান বলেন, ‘আমি দেখেছি শিশুরা কাদার মধ্যে কাঠের তক্তার উপরে শুয়ে আছে, তাদের ঠোঁট ও হাত ঠান্ডায় নীল হয়ে গেছে। জানুয়ারিতে শীতের তীব্রতা আরো বৃদ্ধি পেলে এদের বাঁচানো কঠিন হয়ে পড়বে।’
তুরস্ক থেকে গ্রীস পৌঁছানোর পথটি ছোট হলেও সমুদ্রের বর্তমান অবস্থা অত্যন্ত বিপদসংকুল। এ অবস্থা অব্যাহত থাকলে আরো অনেক শিশুই করুণ মৃত্যুর শিকার হতে যাচ্ছে।
সূত্র: আলজাজিরা
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান