অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সৌদিতে আগুনে পুড়ে ১ বাংলাদেশি নিহত, আহত ৫

ডেস্ক : সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল হুফুফ শহরে ঘরের সিলিন্ডার ছিদ্র হয়ে নির্গত গ্যাসে আগুন লেগে জীবন নামে এক বাংলাদেশির মৃত্য হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন বাংলাদেশি।

নিহত জীবন কুমিল্লা জেলার হোমনা থানার চিতপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

আহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার বাসিন্দা কুদ্দুস, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগন থানার বাসিন্দা জাকারিয়া, কুমিল্লার মুরাদনগর থানার বাসিন্দা আব্দুল বারেক, নরসিংদীর মনোহরদী থানার হোসেনদি গ্রামের বাসিন্দা বাসু উদ্দিনের ছেলে জামাল ও বকুল। তবে বকুলের এখনো পর্যন্ত বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখা জানায়, বুধবার স্থানীয় কিং ফাহাদ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিংসাধীন অবস্থায় জীবন মারা যান। আল হুফুফ শহরের একটি বাসায় গত ২৫ অক্টোবর রাত আনুমানিক নয়টায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আল হুফুফ শহরে রান্নার কাজে ব্যবহৃত একটি সিলিন্ডারের মুখে জোরে আঘাত করলে সিলিন্ডারের মুখ ফেটে যায়। এতে করে ঘরের সব জায়গায় গ্যাস ছড়িয়ে পড়ে।

এরপর অজ্ঞতাবশত ওই ঘরের মধ্যে জীবন সিগারেট ধরার জন্য লাইটার জ্বালালে সারা ঘরে আগুন ধরে যায়। এ সময় জীবনসহ ঘরে থাকা আরো ছয় বাংলাদেশি গুরুতর দগ্ধ হন।

তাৎক্ষণিকভাবে সিভিল ডিফেন্সের মাধ্যমে তাদের স্থানীয় কিং ফাহাদ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিংসাধীন অবস্থায় বুধবার জীবন মারা যান। বাকিদের মধ্যে আব্দুল কুদ্দুস নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, জীবনের মৃতদেহ পুলিশ রিপোর্ট, মেডিকেল সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেট পাওয়ার পর মৃতের পরিবারের অনুমতি সাপেক্ষে সৌদি আরবে দাফন অথবা বাংলাদেশে প্রেরণের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক দূর্ঘটনায় প্রধান শিক্ষক ও জামায়াত নেতা নিহত

সৌদিতে আগুনে পুড়ে ১ বাংলাদেশি নিহত, আহত ৫

আপডেট টাইম : ০৬:০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫

ডেস্ক : সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল হুফুফ শহরে ঘরের সিলিন্ডার ছিদ্র হয়ে নির্গত গ্যাসে আগুন লেগে জীবন নামে এক বাংলাদেশির মৃত্য হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন বাংলাদেশি।

নিহত জীবন কুমিল্লা জেলার হোমনা থানার চিতপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

আহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার বাসিন্দা কুদ্দুস, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগন থানার বাসিন্দা জাকারিয়া, কুমিল্লার মুরাদনগর থানার বাসিন্দা আব্দুল বারেক, নরসিংদীর মনোহরদী থানার হোসেনদি গ্রামের বাসিন্দা বাসু উদ্দিনের ছেলে জামাল ও বকুল। তবে বকুলের এখনো পর্যন্ত বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখা জানায়, বুধবার স্থানীয় কিং ফাহাদ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিংসাধীন অবস্থায় জীবন মারা যান। আল হুফুফ শহরের একটি বাসায় গত ২৫ অক্টোবর রাত আনুমানিক নয়টায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আল হুফুফ শহরে রান্নার কাজে ব্যবহৃত একটি সিলিন্ডারের মুখে জোরে আঘাত করলে সিলিন্ডারের মুখ ফেটে যায়। এতে করে ঘরের সব জায়গায় গ্যাস ছড়িয়ে পড়ে।

এরপর অজ্ঞতাবশত ওই ঘরের মধ্যে জীবন সিগারেট ধরার জন্য লাইটার জ্বালালে সারা ঘরে আগুন ধরে যায়। এ সময় জীবনসহ ঘরে থাকা আরো ছয় বাংলাদেশি গুরুতর দগ্ধ হন।

তাৎক্ষণিকভাবে সিভিল ডিফেন্সের মাধ্যমে তাদের স্থানীয় কিং ফাহাদ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিংসাধীন অবস্থায় বুধবার জীবন মারা যান। বাকিদের মধ্যে আব্দুল কুদ্দুস নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, জীবনের মৃতদেহ পুলিশ রিপোর্ট, মেডিকেল সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেট পাওয়ার পর মৃতের পরিবারের অনুমতি সাপেক্ষে সৌদি আরবে দাফন অথবা বাংলাদেশে প্রেরণের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।