গাজীপুর : সারাদেশে একযোগে আজ শুক্রবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি)’র এসএসসি শুরু হচ্ছে। মো. আবুল কাসেম শিখদার জানান, বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক এবারের এসএসসি পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ১ লক্ষ ৩৪ হাজার ০৫ শত ৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।এর মধ্যে প্রথম বর্ষে ৮৬ হাজার ০৭ শত ৬১ জন এবং দ্বিতীয় ৪৭ হাজার ০৮ শত ২০ জন অংশ নিচ্ছে। সারাদেশে ৪৪১ টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে। শুক্রবার ও শনিবার সকাল ও বিকালে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪ঠা ডিসেম্বর এ পরীক্ষা শেষ হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান