ঢাকা: বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে বিশ্ব ব্যাংক যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। যদিও ইতিপূর্বে দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতু নির্মাণ প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছিল সংস্থাটি।
আজ মঙ্গলবার পরিকল্পনামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ মার্টিন রামা। এসময় বাংলাদেশের চাহিদা অনুযায়ী বিশ্ব ব্যাংক সহায়তা দেবে বলে আশ্বাস দেন তিনি।
শেরেবাংলা নগরের দপ্তরে বৈঠকের পর মার্টিন রামা সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের অর্থনীতি ধারাবাহিকভাবে উন্নতি করছে। পদ্মাসেতুর মতো বা তারচেয়েও বড় প্রকল্প আসছে। সেসব প্রকল্পে আমরা যুক্ত হতে আগ্রহী।”
২৯০ কোটি ডলারের এ প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেয়ার কথা ছিল। এছাড়া এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি ও আইডিবি ১৪ কোটি ডলার দেয়ার জন্য চুক্তি করেছিল সরকারের সঙ্গে।
এরপর দুর্নীতির অভিযোগ তুলে সংস্থাটি সরে দাঁড়ালে মন কষাকষির এক পর্যায়ে নিজেদের অর্থে প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেয় বাংলাদেশ সরকার।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, “পদ্মাসেতু নির্মাণ প্রকল্পে এখন বিশ্ব ব্যাংক আসতে চাইলেও আমরা আর নিতে পারব না।” মার্টিন রামাকে উদ্ধৃত করে পরিকল্পনামন্ত্রী বলেন, “সংস্থাটি আগামী বছর বাংলাদেশের সঙ্গে ১১টি উন্নয়ন প্রকল্পের জন্য ১৭০ কোটি ডলারের ঋণ চুক্তি করবে। বিশ্ব ব্যাংকের কাছে বাংলাদেশের অবকাঠামো, সড়ক, কানেক্টিভিটি, বিদ্যুৎ, গ্যাসসহ প্রয়োজনীয় খাতে সহায়তা চেয়েছেন বলেও জানান কামাল।
বিশ্বব্যাংকের অর্থায়নে বর্তমানে দেশে ৩৬টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এছাড়া জাতিসংঘসহ আরও কিছু সংস্থার সঙ্গে যৌথভাবে ট্রাস্ট ফান্ডের মাধ্যমে আরও ২৪টি প্রকল্প চলমান।
বিদেশি সহায়তায় দেশে যেসব উন্নয়ন কর্মকা- পরিচালিত হচ্ছে তার ২৯ শতাংশই বিশ্ব ব্যাংকের অর্থায়নে। সংস্থাটি এ পর্যন্ত ঋণ ও অনুদান মিলে ২ হাজার ২২৭ কোটি ডলারের সহায়তা চুক্তি করেছে। এর মধ্যে গত পাঁচ বছরেই ৯০০ কোটি ডলারের চুক্তি সম্পাদিত হয়।
আগামী বছরের জন্য তালিকাভুক্ত ১১ প্রকল্পের অন্যতম হচ্ছে- ৬০ কোটি ডলারের ‘রিভার ব্যাংক ইম্প্র্রুভমেন্ট প্রজেক্ট’, ২৫ কোটি ডলারের ‘ঘোড়াশাল বিদ্যুৎ ৪র্থ ইউনিটের রিপাওয়ারিং প্রজেক্ট’, ১৭ কোটি ৭০ লাখ ডলারের ‘ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল টেকনিক্যাল প্রোগ্রাম’, ১৭ কোটি ৬০ লাখ ডলারের ‘সিদ্দিরগঞ্জ পাওয়ার প্রজেক্ট’ এবং ১২ কোটি ডলারের ‘রিজিওনাল কানেক্টিভিটি প্রজেক্ট’।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান