বাংলার খবর২৪.কম: সাভার পৌর এলাকায় অভিযান চালিয়ে ১০ ভুয়া দন্ত চিকিৎসককে গ্রেফতার ও বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার রাত ৯টায় র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে র্যাব।
র্যাব জানায়, চিকিৎসক হিসেবে যথাযথ সনদপত্র না থাকলেও দীর্ঘদিন যাবৎ সাভার পৌর এলাকায় ভুয়া চিকিৎসা প্রদান করে আসছিল গ্রেফতারকৃতরা। এসব হাতুরে ডাক্তারের চিকিৎসা নিতে গিয়ে শারীরিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়ে আসছিল মানুষ।
এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়। পরে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর (২২) ও (২৯) ধারা লঙ্ঘনের দায়ে চারজনকে ছয় মাস ও ছয়জনকে এক বছরের কারাদন্ড প্রদান করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান