পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়

ঈদের আনন্দ ম্লান ৪০ হাজার শিক্ষকের

Education-Bhaban-pic-e1406136689158বাংলার খবর২৪.কম,রাজশাহী: বেতন বোনাস না পাওয়ায় জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৪০ হাজার শিক্ষকের ঈদের কেনাকাটা হয়নি। লাগেনি ঈদ উৎসবের হাওয়া। যদিও এরই মধ্যে সরকার এসব শিক্ষকদের বেতন বোনাস ছাড় দিয়েছে। কিন্তু ডিজিটাল যুগে সরকারের ছাড়ের টাকা পেতে সময় লাগে ১০-১৫ দিন।

নির্ধারিত সময়ে কখনোই শিক্ষকরা বেতন বোনাস পান না। এ পরিপ্রেক্ষিতে এবারো ঈদের আগে বেতন বোনাস না পাওয়ার আশঙ্কা করছেন শিক্ষকরা।

এবারে কৃষি ফসলের দাম ভালো পাওয়ায় কৃষক ও সরকারি চাকুরিজীবীদের ঈদ উৎসবের কেনাকাটা জোরেশোরে চলছে। এখনো বেসরকারি শিক্ষকরা বেতন ও বোনাস না পাওয়ায় ঈদের কেনাকাটা করতে পারছেন না। পারিবারিক চাপে ও প্রয়োজনে অনেকে সুদে চেক বন্ধক রেখে কেনাকাটা করছেন। আর বেশিরভাগ শিক্ষক কর্মচারীই চাতক পাখির মত চেয়ে আছে বেতন বোনাসের দিকে।

ঘনিয়ে আসছে মুসলমানদের সবচে বড় ধমীয় অনুষ্ঠান ঈদ-উল-ফিতর। ঈদকে সামনে রেখে কেনাকাটাসহ আয়োজনের কমতি নেই। ধনি-গরিব নির্বিশেষে সকলেই সাধ্যমত সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি।

কিন্তু বেতন বোনাস না পেয়ে নাভিশ্বাস উঠছে বেসরকারি শিক্ষকদের। সরকারি অনুদানের টাকা এখনো হাতে পাননি তারা। ঈদের আগে তাদের বেতন পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। যদিও এরই মধ্যে শিক্ষকদের টাকা ছাড় দিয়েছে সরকার।

যতদ্রুত সম্ভব তাদের বেতন বোনাস প্রাপ্তি নিশ্চিত করতে কাজ করছেন বলে জানিয়েছেন সংশিষ্টরা। তবে এখন পর্যন্ত বিশেষ করে বেসরকারি শিক্ষকদের পরিবারে পোশাক পরিচ্ছদে ঈদের ছোঁয়া লাগেনি। এ পেশায় নিয়োজিত অনেকেই বলছেন, এটা নতুন কিছু নয়। যে কোনো সরকারের আমলেই কোনো উৎসবেই সঠিক সময়ে বেতন ভাতা পাওয়া যায় না।

অনেক সময় নিকট উৎসবে বেতন ভাতা পাওয়া যায়। এতে করে তড়িঘড়ি করে কেনাকাটায় একদিকে খরচ বেশি হয় এবং অন্যদিকে বাজারের বাছাই পণ্যসামগ্রী কিনতে হয়।

সূত্রমতে, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সাকুল্যে বেতন পান ৯ হাজার ৫৩০ টাকা। আর বছরখানেক আগে নিয়োগপ্রাপ্তরা পান ৯ হাজার ৯০০ টাকার মত। তবে প্রশিক্ষণ প্রাপ্তরা পাচ্ছেন সাড়ে ১০ হাজরের মত। প্রধান শিক্ষকরা পাচ্ছেন প্রায় সাড়ে ১২ হাজার। আর বেসরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ শাখা ও কারিগরী ইনস্টিটিউটের শিক্ষক-কর্মচারীরা বিভিন্ন স্কেলে বেতন পেয়ে থাকেন। যার পরিমাণ ৬ হাজার টাকা থেকে শুরু করে ৩০ হাজারের মত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নয় কোডের শিক্ষকরাই বেশি। এই কোর্ডে শিক্ষকরা সরকারি অনুদান পেয়ে থাকেন প্রায় সাড়ে ১৩ হাজার টাকা।

এখন পর্যন্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বেতন ও বোনাস কোনটাই হাতে পাননি। এসব অসহায় শিক্ষকরা প্রতিদিনই ব্যাংকের সঙ্গে যোগাযোগ রাখছেন বেতন বোনাসের জন্য। অনেকে ব্যাংকে গিয়েও খোঁজ-খবর নিচ্ছেন। হ্যাঁ সুচক শব্দ না পেয়ে ভাঙা মন নিয়ে ফিরে আসছেন শিক্ষকরা। প্রায় দুই মাস থেকে এসব শিক্ষকদের বেতন হয়নি। আসন্ন ঈদের আগে তারা বেতন পাবেন কিনা এ নিয়েও অনেকটা রয়েছে সংশয়।

তাই ঈদ ঘনিয়ে আসায় পরিবার পরিজন নিয়ে চরম বেকায়দায় পড়েছেন এসব শিক্ষিত মানুষ।

বেতন বোনাস না পেয়ে অনেকে কমদামে চেক বিক্রি করে ঈদের কেনাকাটাসহ প্রয়োজন মেটাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ছেলে মেয়ের চাপে কিছু সুদ দিয়ে এবার চেক বিক্রি করেছি। ছেলে মেয়ের মুখে হাসি ফোটানোর জন্যই এবারে আমি একাজ করেছি।

আবার রেজিস্টার্ড থেকে সরকারি হওয়া বিদ্যালয়গুলোর শিক্ষকরা দিন কাটাচ্ছেন আরো চরম আর্থিক দৈন্যে। একই স্কেলে বেতন-বোনাস পেলেও বিভিন্ন সময় বেতন আটকে রয়েছে তাদের। নতুন করে যোগ হয়েছে ঈদ। এতে নাভিশ্বাস উঠছে তাদের।

শিক্ষকরা জানান, সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখনো জুন মাসের বেতন পাননি। তবে বোনাস পেয়ে কিছুটা পরিস্থিতি সামাল নেয়ার চেষ্টা করছেন তারা। আগামী দু’এক দিনের মধ্যে বেতন না পেলে চরম বেকায়দায় পড়বেন তারা। পরিবার পরিজন নিয়ে তাদের ঈদ আনন্দই মাটি হয়ে যাবে বলে তারা জানান।

অন্যদিকে, সদ্য জাতীয়করণকৃত রেজিস্টার্ড বিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, দীর্ঘ দিন ধরে বেতন না পাওয়ায় তারা নানান আর্থিক দৈন্য দশায় ভুগছেন।

যোগাযোগ করা হলে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাসেম জানান, এরই মধ্যে শিক্ষকরা তাদের বোনাস পেয়েছেন। ঈদের আগে তাদের বেতন প্রাপ্তি নিশ্চিত করতে কাজ চলছে। শিগগিরই তারা বেতনও পেয়ে যাবেন বলে জানান তিনি।

একই সঙ্কটে রাজশাহীর এবতেদায়ি ও দাখিল মাদরাসা, বেসরকারি জুনিয়র ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকরাও। সময়মত বেতন- বোনাস না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে তারাও রয়েছেন চরম সঙ্কটে। এছাড়া জুনের বেতন পেলেও ঈদের আগেই চলতি জুলাইয়ের বেতন-বোনাস প্রাপ্তির দাবি জানিয়ে আসছেন রাজশাহীর বেসরকারি কলেজ শিক্ষকরা।

সূত্রমতে, রাজশাহী জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৯১১টি। এতে কর্মরত রয়েছেন ৩ হাজার ৭৮৯ জন শিক্ষক-শিক্ষিকা। রেজিস্টার্ড ৪৭৭টি স্কুলে কর্মরত রয়েছেন ১ হাজার ৯০৭ শিক্ষক-শিক্ষিকা। অন্যদিকে, ১৯৭টি এবতেদায়ি ও ৪২টি দাখিল মাদরাসায় কর্মরত রয়েছেন যথাক্রমে ৬৪৬জন ও ৬৫২জন শিক্ষক-শিক্ষিকা।

আর ৩০টি জুনিয়র ও ২১৫টি মাধ্যমিক বিদ্যালয়গুলোর কর্মরত রয়েছেন আরো যথাক্রমে ১৭৫জন ও ২ হাজার ৩৬৭জন। আনুমানিক ৩০ হাজার শিক্ষক কর্মরত রয়েছেন জেলা ১২৭টি কলেজে। আরো হাজার খানেক শিক্ষক আছেন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের।

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার

ঈদের আনন্দ ম্লান ৪০ হাজার শিক্ষকের

আপডেট টাইম : ০৩:১৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০১৪

Education-Bhaban-pic-e1406136689158বাংলার খবর২৪.কম,রাজশাহী: বেতন বোনাস না পাওয়ায় জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৪০ হাজার শিক্ষকের ঈদের কেনাকাটা হয়নি। লাগেনি ঈদ উৎসবের হাওয়া। যদিও এরই মধ্যে সরকার এসব শিক্ষকদের বেতন বোনাস ছাড় দিয়েছে। কিন্তু ডিজিটাল যুগে সরকারের ছাড়ের টাকা পেতে সময় লাগে ১০-১৫ দিন।

নির্ধারিত সময়ে কখনোই শিক্ষকরা বেতন বোনাস পান না। এ পরিপ্রেক্ষিতে এবারো ঈদের আগে বেতন বোনাস না পাওয়ার আশঙ্কা করছেন শিক্ষকরা।

এবারে কৃষি ফসলের দাম ভালো পাওয়ায় কৃষক ও সরকারি চাকুরিজীবীদের ঈদ উৎসবের কেনাকাটা জোরেশোরে চলছে। এখনো বেসরকারি শিক্ষকরা বেতন ও বোনাস না পাওয়ায় ঈদের কেনাকাটা করতে পারছেন না। পারিবারিক চাপে ও প্রয়োজনে অনেকে সুদে চেক বন্ধক রেখে কেনাকাটা করছেন। আর বেশিরভাগ শিক্ষক কর্মচারীই চাতক পাখির মত চেয়ে আছে বেতন বোনাসের দিকে।

ঘনিয়ে আসছে মুসলমানদের সবচে বড় ধমীয় অনুষ্ঠান ঈদ-উল-ফিতর। ঈদকে সামনে রেখে কেনাকাটাসহ আয়োজনের কমতি নেই। ধনি-গরিব নির্বিশেষে সকলেই সাধ্যমত সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি।

কিন্তু বেতন বোনাস না পেয়ে নাভিশ্বাস উঠছে বেসরকারি শিক্ষকদের। সরকারি অনুদানের টাকা এখনো হাতে পাননি তারা। ঈদের আগে তাদের বেতন পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। যদিও এরই মধ্যে শিক্ষকদের টাকা ছাড় দিয়েছে সরকার।

যতদ্রুত সম্ভব তাদের বেতন বোনাস প্রাপ্তি নিশ্চিত করতে কাজ করছেন বলে জানিয়েছেন সংশিষ্টরা। তবে এখন পর্যন্ত বিশেষ করে বেসরকারি শিক্ষকদের পরিবারে পোশাক পরিচ্ছদে ঈদের ছোঁয়া লাগেনি। এ পেশায় নিয়োজিত অনেকেই বলছেন, এটা নতুন কিছু নয়। যে কোনো সরকারের আমলেই কোনো উৎসবেই সঠিক সময়ে বেতন ভাতা পাওয়া যায় না।

অনেক সময় নিকট উৎসবে বেতন ভাতা পাওয়া যায়। এতে করে তড়িঘড়ি করে কেনাকাটায় একদিকে খরচ বেশি হয় এবং অন্যদিকে বাজারের বাছাই পণ্যসামগ্রী কিনতে হয়।

সূত্রমতে, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সাকুল্যে বেতন পান ৯ হাজার ৫৩০ টাকা। আর বছরখানেক আগে নিয়োগপ্রাপ্তরা পান ৯ হাজার ৯০০ টাকার মত। তবে প্রশিক্ষণ প্রাপ্তরা পাচ্ছেন সাড়ে ১০ হাজরের মত। প্রধান শিক্ষকরা পাচ্ছেন প্রায় সাড়ে ১২ হাজার। আর বেসরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ শাখা ও কারিগরী ইনস্টিটিউটের শিক্ষক-কর্মচারীরা বিভিন্ন স্কেলে বেতন পেয়ে থাকেন। যার পরিমাণ ৬ হাজার টাকা থেকে শুরু করে ৩০ হাজারের মত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নয় কোডের শিক্ষকরাই বেশি। এই কোর্ডে শিক্ষকরা সরকারি অনুদান পেয়ে থাকেন প্রায় সাড়ে ১৩ হাজার টাকা।

এখন পর্যন্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বেতন ও বোনাস কোনটাই হাতে পাননি। এসব অসহায় শিক্ষকরা প্রতিদিনই ব্যাংকের সঙ্গে যোগাযোগ রাখছেন বেতন বোনাসের জন্য। অনেকে ব্যাংকে গিয়েও খোঁজ-খবর নিচ্ছেন। হ্যাঁ সুচক শব্দ না পেয়ে ভাঙা মন নিয়ে ফিরে আসছেন শিক্ষকরা। প্রায় দুই মাস থেকে এসব শিক্ষকদের বেতন হয়নি। আসন্ন ঈদের আগে তারা বেতন পাবেন কিনা এ নিয়েও অনেকটা রয়েছে সংশয়।

তাই ঈদ ঘনিয়ে আসায় পরিবার পরিজন নিয়ে চরম বেকায়দায় পড়েছেন এসব শিক্ষিত মানুষ।

বেতন বোনাস না পেয়ে অনেকে কমদামে চেক বিক্রি করে ঈদের কেনাকাটাসহ প্রয়োজন মেটাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ছেলে মেয়ের চাপে কিছু সুদ দিয়ে এবার চেক বিক্রি করেছি। ছেলে মেয়ের মুখে হাসি ফোটানোর জন্যই এবারে আমি একাজ করেছি।

আবার রেজিস্টার্ড থেকে সরকারি হওয়া বিদ্যালয়গুলোর শিক্ষকরা দিন কাটাচ্ছেন আরো চরম আর্থিক দৈন্যে। একই স্কেলে বেতন-বোনাস পেলেও বিভিন্ন সময় বেতন আটকে রয়েছে তাদের। নতুন করে যোগ হয়েছে ঈদ। এতে নাভিশ্বাস উঠছে তাদের।

শিক্ষকরা জানান, সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখনো জুন মাসের বেতন পাননি। তবে বোনাস পেয়ে কিছুটা পরিস্থিতি সামাল নেয়ার চেষ্টা করছেন তারা। আগামী দু’এক দিনের মধ্যে বেতন না পেলে চরম বেকায়দায় পড়বেন তারা। পরিবার পরিজন নিয়ে তাদের ঈদ আনন্দই মাটি হয়ে যাবে বলে তারা জানান।

অন্যদিকে, সদ্য জাতীয়করণকৃত রেজিস্টার্ড বিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, দীর্ঘ দিন ধরে বেতন না পাওয়ায় তারা নানান আর্থিক দৈন্য দশায় ভুগছেন।

যোগাযোগ করা হলে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাসেম জানান, এরই মধ্যে শিক্ষকরা তাদের বোনাস পেয়েছেন। ঈদের আগে তাদের বেতন প্রাপ্তি নিশ্চিত করতে কাজ চলছে। শিগগিরই তারা বেতনও পেয়ে যাবেন বলে জানান তিনি।

একই সঙ্কটে রাজশাহীর এবতেদায়ি ও দাখিল মাদরাসা, বেসরকারি জুনিয়র ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকরাও। সময়মত বেতন- বোনাস না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে তারাও রয়েছেন চরম সঙ্কটে। এছাড়া জুনের বেতন পেলেও ঈদের আগেই চলতি জুলাইয়ের বেতন-বোনাস প্রাপ্তির দাবি জানিয়ে আসছেন রাজশাহীর বেসরকারি কলেজ শিক্ষকরা।

সূত্রমতে, রাজশাহী জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৯১১টি। এতে কর্মরত রয়েছেন ৩ হাজার ৭৮৯ জন শিক্ষক-শিক্ষিকা। রেজিস্টার্ড ৪৭৭টি স্কুলে কর্মরত রয়েছেন ১ হাজার ৯০৭ শিক্ষক-শিক্ষিকা। অন্যদিকে, ১৯৭টি এবতেদায়ি ও ৪২টি দাখিল মাদরাসায় কর্মরত রয়েছেন যথাক্রমে ৬৪৬জন ও ৬৫২জন শিক্ষক-শিক্ষিকা।

আর ৩০টি জুনিয়র ও ২১৫টি মাধ্যমিক বিদ্যালয়গুলোর কর্মরত রয়েছেন আরো যথাক্রমে ১৭৫জন ও ২ হাজার ৩৬৭জন। আনুমানিক ৩০ হাজার শিক্ষক কর্মরত রয়েছেন জেলা ১২৭টি কলেজে। আরো হাজার খানেক শিক্ষক আছেন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের।