ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফারাশপুর গ্রামে পেট্রোল ঢেলে শাশুড়ি তাসলিমা বেগম (৪৫) ও ১৮ মাস বয়সী শিশু শ্যালিকাকে পুড়িয়ে হত্যার ৭দিন অতিক্রম হলেও পুলিশ এখন ঘাতক জামাই কামাল হোসেনকে আটক করতে পারেনি।
ঘটনার পর থেকে কামাল, তার মা ও বোন ঘরে তালা লাগিয়ে পালিয়ে গেছে। পুলিশ বলছে আটকের জন্য অভিযান চলছে।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) জহির উদ্দিন জানান, তারা ঘটনার দিনেই যশোর সদর উপজেলার লেবুতলার আগ্রাইল গ্রামে অভিযান চালায়। কিন্তু কামালসহ তার পরিবারের লোকজনকে পাওয়া যায়নি। ঘরে তালা দিয়ে উধাও তারা। পুলিশ তাদের আটকের চেষ্টা করছে।
ওসি জহির উদ্দিন আরো জানান, এ ঘটনায় নিহত তামলিমা বেগমের ছেলে টনি বিশ্বাস বাদী হয়ে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তিনি আরো জানান, পুলিশের প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে ঘটনার দিন কামাল হোসেনসহ ২/৩জন ব্যক্তি উপজেলার ফারাশপুর গ্রামে অবস্থান করছিল এবং তারাই ঘরের জানালা দিয়ে পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় শাশুড়ি তাসলিমা বেগম, শালিকা তাসমিয়া অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আহত হন নজরুল ইসলাম ওরফে চাদ আলী ও উর্মি খাতুন।
উল্লেখ্য ২০ অক্টোবর মঙ্গলবার ভোর রাতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফরাসপুর গ্রামে যৌতুকের দাবিতে জামাই কামাল শেখ ঘুমিয়ে থাকা স্ত্রী উর্মি খাতুনকে হত্যা করতে গিয়ে শাশুড়ি তাসলিমা বেগম (৪৫) ও শ্যালিকা তাসমিয়া (১৮ মাস) কে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান