বাংলার খবর২৪.কম: মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ তথ্য জানান
বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ৩০ অক্টোবরের মধ্যে রাজধানীতে হাতের ইশারায় গাড়ি পারাপার বন্ধ হবে। কারণ এই সময়ের মধ্যে রাজধানীর ৭০টি ইন্টারসেকশন ট্রাফিক সিগন্যাল অনুযায়ী ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ সম্ভব হবে। তখন আর ট্রাফিক পুলিশকে হাতের ইশারায় গাড়ি পারাপার করতে হবে না।
মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
আসাদুজ্জামান খান কামাল আরো জানান, ‘বর্তমানে সবগুলো সিগন্যাল সচল না থাকায় যানবাহনের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে ট্রাফিক পুলিশকে অনেক সময় সিগন্যালগুলোতে হাতের ইশারার মাধ্যমে গাড়ি পারাপার করতে হয়। কিন্তু সিগন্যালগুলো পুরোপুরি চালু হলে ট্রাফিক সিগন্যালের মাধ্যমে যানবাহন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’
তিনি জানান, ‘ঢাকা মহানগরীতে ৭০টি ইন্টারসেকশান ট্রাফিক সিগন্যাল রয়েছে। এর মধ্যে দক্ষিণ সিটির আওতায় ৪০টি ও বাকি ৩০টি রয়েছে উত্তর সিটির আওতায়। বিশ্বব্যাংকের সাহায্যে এ সিগন্যাল বাতিগুলো স্থাপনের কাজ চলমান আছে। ৭০টির মধ্যে ৪০টি ইন্টারসেকশানে সোলার প্যানেল, কাউন্টডাউনসহ আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে।’
শিরোনাম :
বন্ধ হচ্ছে হাতের ইশারায় গাড়ি পারাপারঃ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০২:২৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০১৪
- ১৫৯২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ