রাজশাহী : নওগাঁয় নাসরিন আক্তার (২২) নামে এক গৃহবধূকে তার স্বামী পুড়িয়ে হত্যার চেষ্টা করেছেন বলে তার পরিবার অভিযোগ করেছেন।
রোববার সন্ধ্যায় গৃহবধূ নাসরিনকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বগুড়ার আদমদীঘী উপজেলায় নাসরিনের স্বামী রুবেল হোসেনের বাড়ি বলে জানা গেছে। রুবেল স্ত্রী নাসরিনকে নিয়ে নওগাঁয় থাকতেন। সেখানে তার একটি মুদি দোকান রয়েছে। নাসরিন আক্তারের বাবা আবদুল গাফফার জানান, যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে রুবেল হোসেন তার মেয়েকে নানাভাবে নির্যাতন করে আসছিলেন।
তার দাবি অনুযায়ী, তিন লাখ টাকা দিয়ে নওগাঁয় একটি মুদি দোকান দিয়ে দেন গাফফার। কিন্তু এরপরও নির্যাতন থামেনি। আবারও ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন রুবেল। এ টাকার দাবিতে রুবেল প্রায়ই তার মেয়েকে মারধর করতেন। শনিবার রাতে নাসরিন আক্তারের মাথায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন রুবেল। এতে তার মুখসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে নাসরিনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে রোববার সন্ধ্যায় তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে রুবেলের বিরুদ্ধে মামলা করবেন নাসরিনের বাবা গাফ্ফার।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান