সুমন হোসেন, মানিকগঞ্জ
ঢাকার হোসনি দালানে বোমা হামলার ঘটনায় মানিকগঞ্জে বিজিবি মোতায়েন করা হয়েছে। মানিকগঞ্জের ঐতিহাসিক গড়পাড়া এমামবাড়িসহ বেশ কিছু তাজিয়া মিছিলের নিরাপত্তা দিতে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে পুলিশ সুপার মাহফুজুর রহমান জানিয়েছেন। শনিবার সকাল থেকেই শহরের বিভিন্ন সড়কে বিজিবির টহল দেখা গেছে।
পুলিশ সুপার জানান, প্রতিবছরের মত মানিকগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষ্যে তাজিয়া মিছিল ও আলোচনাসভা হয়। মিছিল দেখতে শহরের বিভিন্ন সড়কে হাজার হাজার মানুষ ভীড় করে। তাজিয়া মিছিলসহ সাধারণ ধরনের নিরাপত্তা দিতেই জেলা শহরে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও জেলা পুলিশ ও র্যাব নিরাপত্তায় কাজ করে যাচ্ছে।
এদিকে ঢাকায় বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন গড়পাড়া এমামবাড়ির গদ্দীনশীন পীর শাহ মোখলেছুর রহমান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান