ঢাকা : পুরান ঢাকায় তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনার পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে জটিল বললেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট। একই সঙ্গে এই পরিস্থিতে বাংলাদেশের জনগণ ও সরকারের পাশে যুক্তরাষ্ট্র রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
দূতাবাসের ফেসবুক পেইজের মাধ্যমে এসব কথা বলেন তিনি।
শিয়া সম্প্রদায়ের ওপর এ হামলাকে অনর্থক অ্যাখ্যায়িত করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ধর্মীয় সহিষ্ণুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। বাংলাদেশের মানুষ ও সরকারের এই সঙ্কটপূর্ণ মূহুর্তে আমরা পাশে আছি। হামলায় হতাহত এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান বার্নিকাট।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান