বাংলার খবর২৪.কম,আন্তর্জাতিকডেস্ক : গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরতম হামলায় রোববার আরো শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে ইসরাইলের কোনোই দায় নেই। তাদের সাফ কথা,‘আমরা তো সেখানকার জনগণকে হামলার আগে সতর্ক করে দিয়ে তাদের গাজা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলাম। তারা যায়নি, আমরা কি করব।’এ বিষয়ে ফিলিস্তিনীদের প্রশ্ন হচ্ছে,‘গাজা ছেড়ে আমরা কোথায় যাব, বলুন তো?’
ওই এলাকার জাতিসংঘের শরণার্থী শিবিরগুলো ইতিমধ্যে কানায় কানায় ভরে ওঠেছে গাজার লোকজন দিয়ে। তাছাড়া এগুলোও কিন্তু তাদের জন্য ততটা নিরাপদ নয়। সংঘর্ষ শুরুর আগেই একটি শিবিরে বোমা হামলা চালায় ইসরায়েল। গাজার অনেক পরিবার আত্মীয়-স্বজনদের বাড়িতে আশ্রয় নিচ্ছে। কিন্ত সেখানেও স্থান সঙ্কুলান হচ্ছে না। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এখন গাজা ছাড়তে রাজি নয় সংখ্যাগরিষ্ঠ গাজানরা। তারা ইসরায়েলী হামলার মধ্যেও উপকূলবর্তী এই ছোট্ট উপত্যকাটিতে অবস্থান করছেন।
২০১০ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গাজাকে‘একটি উন্মুক্ত কারাগার’ বলে আখ্যায়িত করেছিলেন। এই বক্তব্যের জন্য অবশ্য তিনি ইসরায়েলের কাছ থেকে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। বাস্তবতা কিন্তু এরকমই। গাজার বাসিন্দারা কার্যত একটি কারাগারেই বাস করছেন যেখান থেকে তাদের কোথায় পালিয়ে যাওয়ার উপায় নেই। তাদের পক্ষে সীমান্ত অতিক্রম করে কোনো প্রতিবেশী দেশে গিয়ে আশ্রয় নেয়াও সম্ভব নয়।
২৫ মাইল দীর্ঘ এই আয়তক্ষেত্রটি মাত্র কয়েক মাইল প্রশস্ত। বিশ্বের সর্বাধিক জনবসতিপূর্ণ এই এলাকাটির দুই প্রান্ত কংক্রীটের প্রাচীর দিয়ে ঘেরা। উত্তর সীমান্তে রয়েছে কাঁটাতারের বেড়া। এর পূর্বপ্রান্তে ইসরায়েল এবং দক্ষিণে মিশর সীমান্ত।
যুদ্ধ ছাড়া স্বাভাবিক সময়েও ইসরায়েল নিরাপত্তার দোহাই দিয়ে গাজার খুব কম লোককেই তাদের সীমানায় প্রবেশের অনুমতি দিয়ে থাকে। তারা এই বলে প্রচারণা চালিয়ে থাকে যে, ফিলিস্তিনীদের অবাধে প্রবেশাধিকার দিলে গাজার আত্মঘাতী বোমা হামলাকারী এবং জঙ্গিরা অনুপ্রবেশ করে তাদের নাগরিকদের হত্যা করবে। তাদের এই নিয়ন্ত্রণের কারণে গত কয়েক বছর ধরে ফিলিস্তিনীরা চাকুরি এবং বৃত্তি গ্রহণের সুযোগ নিতে পারছে না। এছাড়া বিদেশ ভ্রমণ করার সুবিধাও বন্ধ হয়ে গেছে।
অন্যদিকে প্রতিবেশী দেশ মিশরও গাজার বাসিন্দাদের সফরের সুযোগ সঙ্কুচিত করেছে। চলতি বছর এই অঞ্চলের সঙ্গে তাদের সীমান্ত মাত্র ১৭ দিন খেলা রেখেছিল। বর্তমানে ইসরায়েল এবং গাজা নিয়ন্ত্রণকারী হামাসের মধ্যে লড়াই শুরু হওয়ার পর মিশর কেবলমাত্র বিদেশী পাসপোর্ট আছে বা বিশেষ অনুমতি রয়েছে এমন গুটিকয়েক ফিলিস্তিনীকে সে দেশের সীমান্তে প্রবেশের অনুমতি দিয়েছে। এমনকি পশ্চিম প্রান্তের ভূমধ্যসাগর দিয়েও তাদের পালানোর সুযোগ নেই। কেননা সাগরের তীর থেকে তিন নটিক্যাল মাইল অব্দি নৌ চলাচল নিয়ন্ত্রণ করে থাকে তেলআবিব। আর গাজার আকাশসীমাও রয়েছে ইসরায়েলের নিয়ন্ত্রণে। ফলে গাজার ১৭ লাখ জনগণের কোথাও পালানোর সুযোগ নেই। তাই তারা উপত্যাকার প্রান্তগুলো থেকে সরে গিয়ে গাজা সিটিতে গিয়ে জড়ো হচ্ছে যা ইতিমধ্যেই জনতার ভারে পিষ্ট।
উদাহরণ হিসেবে আমরা আত্তার পরিবারের কথা বলতে পারি। যুদ্ধ শুরু হওয়ার পর রোববার ২৭ সদস্যের এ পরিবারটি বাক্স পেটরা নিয়ে জাতিসংঘের এক স্কুলে গিয়ে আশ্রয় নিয়েছে। এর আগে তারা এক আত্মীয়ের বাসায় ঠাঁই নেয়। সেখানে দুটি কামরায় মোট ৩৪ জন মানুষ থাকত। পরে তারা একটি বাড়ি ভাড়া নেয়ার চেষ্টা করে। কিন্তু শহরের একটি বাড়িও ফাঁকা ছিল না। পরে তারা বাধ্য হয়ে নিজেদের বাড়িতেই ফিরে যান।
এখন তো গাজার কেন্দ্রস্থলেও দিনে দুপুরে হামলা করছে ইসরায়েল। ২১ বছরের মাইসা আল আত্তার দু:খ করে বলেন,‘সমস্যা হচ্ছে এই যে, আমরা বোম হামলা থেকে পালাতে গিয়ে দেখি আমাদের চারপাশে শুধুই বোমা।’
রোববার এই পরিবারটি ইসরায়েলি হামলা থেকে বাঁচতে পায়ে হেঁটে জাতিসংঘের স্কুলে গিয়ে আশ্রয় নেয়। নিজের বাড়িতে থাকলে এতক্ষণে তারা মরে ভূত হয়ে থাকত। রোববার হামাস জঙ্গিদের ব্যবহৃত সুরঙ্গ ধ্বংসের অজুহাত তুলে গাজার শেজাইয়া জেলায় ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এতে শতাধিক ফিলিস্তিনী নিহত হয়েছে।
বাইরের দেশের কিছু পর্যবেক্ষক বলছেন, হামলা শুরু হওয়ার আগেই কেন গাজানরা নিরাপদ স্থানে পালিয়ে যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, গাজার বাসিন্দাদের হামলা এড়িয়ে অন্যত্র চলে যাওয়ার যথেষ্ট সুযোগ দেয়া হয়েছিল। ইসরায়েলি কর্মকর্তারা আরো অভিযোগ করেছেন, হামাস যোদ্ধারা গাজার লোকজনকে জোর করে ধরে রেখেছে, তাদের পালাতে দিচ্ছে না। গাজার এসব সাধারণ মানুষকে তারা মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। বাস্তবে এ অভিযোগের কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। গাজার বাসিন্দারা বলছে, হামাস তাদের এ ধরণের কোনো হুমকি দেয়নি। তাছাড়া এ ধরণের হুমকি থাকলে গাজা থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে পারতো না। ইতিমধ্যে জাতিসংঘের আশ্রয় কেন্দ্রগুলোতে ৮১ হাজার ফিলিস্তিনী আশ্রয় নিয়েছে। এছাড়া আত্মীয়-স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছে আরো হাজার হাজার মানুষ। আর ইসরায়েল গাজার বাসিন্দাদের প্রতি যে সতর্ক বার্তা পাঠাচ্ছে সেটিও তাদের অভিযানের একটি মানসিক অংশ হিসেবে ধরে নেয়া যায়। যে কারণে লোকজন এগুলোকে আর পাত্তা দেয় না।
রোববার ইসরায়েল গাজার বাসিন্দাদের উদ্দেশে যে হুঁশিয়ারি উচ্চারণ করেছিল তাতে কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছে। তারা কোথায় যাবে, কোন এলাকাটা তাদের জন্য নিরাপদ এ প্রশ্ন অনেকের।
গাজার লোকজনের আর একটি সমস্যা হচ্ছে এখানকার জনসংখ্যার অর্ধেকই হচ্ছে শিশু। তাই চাইলেও বাচ্চাদের নিয়ে দ্রুত কোথাও সরে পড়া যায় না। এছাড়া এখানকার পরিবারগুলো প্রতিবেশীদের ওপর অনেকাংশে নির্ভরশীল। তাই তারা দীর্ঘদিনের কাছের মানুষগুলোকে ছেড়ে একাকী কোথাও যেতে চায়না।
এখন হামলা শুরু হওয়ার পর আত্তার তাদের ইসরায়েলি সীমান্ত সংলগ্ন জমিটি বিক্রি করে দিয়ে কোনো নিরাপদ এলাকায় স্থায়ীভাবে সরে যেতে চাচ্ছে। কিন্তু গাজা সিটিতে তারা কোনো বাড়ি খুঁজে পাচ্ছে না। এখানে কেনার মত জমি নেই বললেই চলে, বিশেষ করে সাগরের কাছাকাছি এলাকায় জমির দাম অনেক বেশি। গাজার লোকজন জমির ওপর নির্ভরশীল। তারা জমিতে শাকসাব্জি চাষ করে এবং মুরগির খামার করে। এ প্রসঙ্গে মিসেস আত্তার বললেন,‘এটা তো কেবল একটি বাড়ি নয় যে বিক্রি করলাম আর চলে গেলাম। এটা আমাদের জীবন- আমাদের পরবর্তী প্রজন্মেরও ঠিকানা এটি।’
এদিকে রোববার শেজাইয়ায় ভয়াবহ হামলার পর অনেকে তো ইসরায়েল সরকারের নির্দেশ মেনে নিয়ে অন্যত্র যেতে অস্বীকৃতি জানিয়েছে। তারা এখন নিজেদের বাড়িতে অবস্থান করাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। রোববার এক লোককে তার পরিবার নিয়ে নিজ বাড়িতে ফিরে আসতে দেখা যায়। তিনি বলছিলেন,‘আমি আমার বাড়িতে ফিরে যাচ্ছি। আমি আর ভয় পাচ্ছি না।’
সূত্র: নিউইয়র্ক টাইমস