নেত্রকোনা : জেলার দূর্গাপুরে ব্যবসায়ী স্বামী-স্ত্রী খুনের ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো- ঝন্টু চন্দ্র দাস, রিপন সাহা, শাহেদ আলী, কাঞ্চন, জসিম, অশেষ ও শান্তির মা। এরা সকলেই দূর্গাপুর উপজেলার বাসিন্দা ও নিহত অরুন কুমার সাহার দোকানের কর্মচারী। এদের মধ্যে শান্তির মা বাড়ির গৃহপরিচারিকা হিসেবে দীর্ঘ ১৫ বছরের অধিক সময় ধরে কাজ করতেন। অরুণ সাহার দুই ছেলে। তার মধ্যে বড় ছেলে সুজি সাহা বৃহস্পতিবার তাঁর ছেলের চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন ও ছোট ছেলে সুদীপ সাহা ইতালিতে বসবাস করেন।
গতকাল শুক্রবার নেত্রকোনার দূর্পাপুর পৌর শহরের মধ্যবাজার এলাকায় ব্যবসায়ী অরুন কুমার সাহা ও তার স্ত্রী হেনা রানী সাহাকে গলা কেটে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করে পুলিশ।
এলাকার সাধারণ মানুষ ও পুলিশের ধারণা পেশাদার খুনি পরিকল্পনা মাফিক ঘটনাটি সংগঠিত করতে পারে। তবে আশপাশের ঘনবসতি থাকার পরেও কোনো লোক বিষয়টি ঠিক কখন ঘটেছে তার ধারণা না দেয়াটা রহস্যজনক বলে দাবি আইন-শৃঙ্খলা বাহিনীর। তারা বলছে অবশ্যই নিহতের বাড়িটি সম্পর্কে খুব ভাল ধারণা আছে এমন লোকের সহযোগীতা ছাড়া হত্যাকাণ্ডটি সংগঠিত করা কঠিন।
ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডের বিষয়টিতে উদ্বেগ জানিয়ে নেত্রকোনা-১(কলমাকান্দা-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস ২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে রহস্য উম্মোচন করতে নির্দেশ দেন।
এ ব্যাপারে নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ঘটনার সত্যতা জানা যেতে পারে।
জোরালোভাবে মামলাটি তদন্তের কাজ করছে পুলিশ দাবি করে তিনি আরো জানান, পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করলে ঘটনা সম্পর্কে আরো পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
পাহাড়ী অঞ্চলে পেশাদার খুনিদের বিরুদ্ধে আরো জোড়ালো ভূমিকা রেখে এদের দৌরাত্ব কমিয়ে আনবে পুলিশ এমনটাই প্রত্যাশা পাহাড়ী জনপদের মানুষের।