বাংলার খবর২৪.কম,কিশোরগঞ্জ: জেলার হাওর অধ্যুষিত উপজেলা মিঠামইন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুই শিশু নিহত হয়েছে। এ সংঘর্ষের ঘটনায় দুপক্ষের আরো অন্তত ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ঢাকী ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলো- বড়কান্দা গ্রামের মুকসেদ আলীর শিশুকন্যা চায়না (৯) ও একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মুজাক্কির (১২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য বাসেদ মিয়ার সঙ্গে হায়দার আলীর বিরোধ চলে আসছিল। বিরোধের কারণে দুপক্ষের মধ্যে মামলা-পাল্টামামলাও রয়েছে। এসবের জের ধরে মঙ্গলবার সকাল ১০টার দিকে উভয় পক্ষ মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছোঁড়া বল্লম চায়না ও মুজাক্কির এর বুকে ও পেটে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান