ডেস্ক: কঠিন এক রাজনৈতিক পরীক্ষা উৎরে গেছেন ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন।
২০১২ সালে লিবিয়ার বেনগাজীতে মার্কিন কনস্যুলেটে সন্ত্রাসী হামলায় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিলারির ভূমিকা নিয়ে বৃহস্পতিবার কংগ্রেস কমিটির শুনানি অনুষ্ঠিত হয়।
তবে ১১ ঘণ্টাব্যাপী ওই শুনানি চলে রাতভর। এতে রিপাবলিকান আইনপ্রণেতারা কঠোর সমালোচনা আর আগ্রাসী প্রশ্নবাণে হিলারিকে ঘায়েল করার চেষ্টা করেন। কিন্তু পুরো শুনানিজুড়ে হিলারি ছিলেন ধীর, স্থির। শান্ত ভঙ্গিমার সমালোচনার জবাব দিয়েছেন। নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
লিবিয়ায় ২০১২ সালের ওই হামলায় মার্কিন রাষ্ট্রদূতসহ চার মার্কিনি নিহত হন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে লিবিয়ায় নিরাপত্তা বৃদ্ধি করার অনুরোধ উপেক্ষা করেছিলেন রিপাবলিকানদের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন হিলারি। দীর্ঘ এ শুনানিতে ওই হামলা নিয়ে নতুন কোন তথ্য সামনে আসেনি। ইতিমধ্যে ওই ইস্যু নিয়ে কয়েকবার কংগ্রেসনাল তদন্তের পাশাপাশি স্বতন্ত্র তদন্ত হয়েছে। হিলারি ক্লিনটন এর আগেও একবার কংগ্রেস কমিটির সামনে শুনানিতে সাক্ষ্য দিয়েছেন। এর আগেরবার হিলারি আগ্রাসী প্রশ্নের জবাব আগ্রাসীভাবে দিলেও বৃহস্পতিবারের শুনানিতে ছিলেন একেবারেই শান্ত। ধীর-স্থিরভাবেই জবাব দিয়েছেন তীর্যক সব প্রশ্নের।
হিলারি বলেন, নিরপত্তা ব্যবস্থা জোরদার করার অভিযোগে অভিযুক্ত হওয়াটা ‘ব্যক্তিগতভাবে কষ্টদায়ক’ যা কিনা রাষ্ট্রদূত জে. ক্রিস্টোফার স্টিভেন্স এবং অপর তিন মার্কিনির জীবন বাঁচাতে পারতো। রিপাবলিকান নেতৃত্বাধীন বিশেষ ওই কমিটিকে হিলারি বলেন, ‘কি ঘটেছিল তা নিয়ে আপনারা সবাই মিলে যতটা ভেবেছেন তার তুলনায় আমি অনেক বেশি ভেবেছি। আপনাদের সবার যত রাতের ঘুম হারাম হয়েছে, আমি তার তুলনায় অনেক বেশি বিনিদ্র রাত পার করেছি।’ ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে মার্কিন কংগ্রেসের বেনগাজী প্যানেলের সামনে উপস্থিত হওয়াটা উল্লেখযোগ্য একটি প্রতিবন্ধকতা ছিল হিলারির জন্য। গত সপ্তাহে ডেমোক্রেটিক প্রার্থীদের বিতর্কে দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন হিলারি। এরপর ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনে না দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন।
বৃহস্পতিবারের শুনানি তার প্রেসিডেন্ট নির্বাচনকে ঘায়েল করার জন্য নয় রিপাবলিকানরা এমন দাবি করলেও ডেমোক্রেটরা তেমনটাই মনে করছেন। তবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দীর্ঘ শুনানিতে জবাব দিয়েছেন হিলারি। ঘণ্টার পর ঘণ্টা প্রশ্নবাণে হিলারি ক্লান্ত হয়ে পড়বেন রিপাবলিকানদের এমন প্রত্যাশা থেকে থাকলে তা বাস্তবে হয়নি। এমনকি কিছু রিপাবলিকান বিশ্লেষকও শুনানির পর মন্তব্য করেছেন, আগ্রাসী প্রশ্ন দিয়ে হিলারিকে ঘায়েল করতে অনেক রিপাবলিকান আইনপ্রণেতার চেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়েছে।
টেক্সাস ভিত্তিক রিপাবলিকান স্ট্র্যাটেজিস্ট জো ব্রেটেল বলেন, তারা ভুলে গেছেন যে, তাদের বেশির ভাগ যতদিন ধরে রাজনীতিতে আছেন তার চেয়ে দীর্ঘদিন ধরে সেক্রেটারি ক্লিনটন নানা বৈরি কমিটির মোকাবিলা করেছেন। শুনানিতে শীর্ষ মার্কিন কূটনীতিক হিসেবে হিলারি লিবিয়ায় তার নেতৃত্বের পক্ষে বক্তব্য দিয়েছেন। ব্যক্তিগতভাবে নিরাপত্তা জোরদারের অনুরোধ আমলে না নেয়ার রিপাবলিকানদের দীর্ঘদিনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। ওই ঘটনা ইতিমধ্যে পূর্ণাঙ্গ তদন্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। হিলারি বলেন, দেশের বাইরে সামঞ্জস্যপূর্ণ নেতৃত্বের জন্য আমাদের ঘরে নেতৃত্ব প্রয়োজন। যে নেতৃত্ব রাজনীতি আর ভাবাদর্শের ওপরে জাতীয় নিরাপত্তাকে স্থান দেয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান