চাঁদপুর : ফরিদগঞ্জ পৌরসভা ছাত্রলীগের ওয়ার্ড সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১০ কর্মী আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সভাপতি প্রার্থী সোহান(১৮), সাধারণ সম্পাদক প্রার্থী ইব্রহিম (১৭), রায়হান (১৬), মেহেদী হাসান(১৭), মাহমুদুল হাসাণ(১৬), মেকদাত(১৮), শাহাদাত(১৯) , মোহাইমিন সরোয়ার (১৭)সহ অন্তত ১০জন আহত হয়। এদের মধ্যে ইব্রাহিম ও শাহাদাত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ছাত্রলীগের কর্মীরা জানান, শুক্রবার সন্ধ্যায় পৌর ছাত্রলীগের ৫নং ওর্য়াড ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শান্তিপূর্নভাবে শেষ হয়। দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সম্পাদক পদে নাম প্রস্তাব করার পরেই দুই সভাপতি প্রার্থী সোহান ও রবিন হোসেন বাবুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এসময় সংঘর্ষ দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন জানান, সভাপতি পদে প্রতিদ্বন্ধী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। অপরদিকে সাধারন সম্পাদক মাহবুব আলম সোহাগ জানান, হামলাকারী রবিন হোসেন সভাপতি প্রার্থী হলেও সে ছাত্রলীগের কোন কর্মকান্ডের সাথে জড়িত নয়।