রংপুর: রংপুরে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে। সাদরুল ইসলাম পীরগাছা উপজেলায় ইটাকুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
পুলিশ জানায়, রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে উপজেলার দামুড় চাকলা বাজারের পাশে একটি ইটভাটার সামনে রাস্তায় কয়েকজন ইটাকুমারী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সাদরুল ইসলামকে কুপিয়ে হত্যা করে। হত্যাকারীরা সাদরুলের ডান হাতের কব্জি কেটে আলাদা করে এবং দুই পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিহত সাদরুল চায়ের দোকানদার খায়রুল হত্যা মামলার প্রধান আসামি ছিলেন এবং ওই হত্যা মামলায় ১০ মাস কারাভোগের পর গতমাসে জামিনে মুক্তি পেয়ে সাদরুল এলাকায় আসে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। পুলিশ নিহতের লাশ পীরগাছা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
পীরগাছা থানাসূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে তাঁকে নানাভাবে হুমকি দেওয়ার কথা জানিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল।
সাদরুল ইসলাম কিছুদিন আগেই আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এর আগে তিনি জাতীয় পার্টির ইটাকুমারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া সাদরুল পীরগাছা উপজেলার জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদকও ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান