বগুড়া : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম ঝটিকা অভিযান চালিয়ে বগুড়া থেকে শিবির সন্দেহে ২১ জন ছাত্রসহ ২৫ জনকে আটক করেছে।
শুক্রবার ভোর রাতের এই অভিযানে জেলার আদমদীঘি উপজেলা পরিষদের জামায়াত সমর্থিত ভাইস চেয়ারম্যান ডা. ইউনুস আলী এবং থানা বিএনপির এক নেতা রয়েছেন।
জানা গেছে, শুক্রবার ভোর ৫টার দিকে শহরের পুরান বগুড়ায় অবস্থিত মসজিদ ছাত্রাবাস থেকে ২১ জন ছাত্রকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, গোয়েন্দা পুলিশের বিপুল সংখ্যক সদস্য ওই ছাত্রাবাসে প্রবেশ করে ঘুমন্ত ছাত্রদের তুলে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর সংবাদকর্মীরা দিনভর পুলিশ কর্মকর্তাদের কাছে জানতে চেয়েও ব্যর্থ হন। ছাত্রদের আটকের সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরও পুলিশের অস্বীকৃর্তির কারণে মিডিয়া কর্মিদের বিড়ম্বনায় পড়তে হয়।
এর আগে শুক্রবার ভোর রাতে গোয়েন্দা পুলিশের দলটি আদমদীঘি উপজেলায় অভিযান চালিয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. ইউনুছ আলী ও বিএনপি নেতা মেহেদী হাসানসহ ৪ জনকে আটক করে। তবে, এবিষয়ে বগুড়ার পুলিশ প্রশাসন থেকে একই ভাবে অস্বীকার করা হয়।
অনুসন্ধানে জানাযায়, পুরান বগুড়া থেকে ছাত্রদের আটকের শুক্রবার দিনভর সদর থানার দোতলায় একটি ঘরে আটকে রাখা হয়। রাত ৮টার দিকে একটি প্রিজন ভ্যানে করে তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমিরুল ইসলাম শুক্রবার রাত ৯টায় শীর্ষ নিউজ কে জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার নাজির হোসেনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল বগুড়ায় অভিযান চালিয়ে ২১ ছাত্রসহ ২৫ জনকে আটক করেছে। তারা শুক্রবার রাত ৮টার দিকে আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে গেছে। তবে, কেন তাদের আটক করা হয়েছে তা এখনো স্পষ্ট নয় বলে গোয়েন্দা পুলিশের ওসি জানান।
পুলিশের একটি সূত্রে জানাগেছে, জামায়াত-শিবিরের গোপন বৈঠকের সংবাদ পেয়েই ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের দলটি বগুড়ায় আসে এবং পুরান বগুড়ায় ছাত্রাবাসে অভিযান চালায়।
এদিকে পুরান বগুড়ায় খোঁজ নিয়ে জানাগেছে, ছাত্রাবাস থেকে আটক ২১ জনের কেউ ছাত্রশিবিরের সাথে জড়িত নয়। তারা সবাই সাধারন ছাত্র। ছাত্রশিবির বগুড়া শহর শাখার নেতৃবৃন্দ জানিয়েছেন, আটককৃতরা কেউ তাদের সমর্থক নয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান