রাজবাড়ী: জমিজমা নিয়ে বিরোধের জেরে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকায় বিপুল হাওলাদার (২৫) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বিপুল রাজবাড়ী সরকারি কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) ২য় বর্ষের ছাত্র ছিল।
শুক্রবার রাত ১০টার দিকে ওই কলেজ ছাত্রের নিজ বাড়ির সামনে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে। পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিক রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আজাহারুল ইসলাম মৃত ঘোষণা করেন।
বিপুল সজ্জনকান্দা (আম বাবুর বাড়ি) এলাকার জয়নাল হাওলাদারের ছেলে।
নিহতের চাচা আলম হাওলাদার বলেন, ‘বিপুল ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে পড়াশোনার খরচ চালাত। রাত সাড়ে ৯টার দিকে বিপুল অটোরিকশা নিয়ে শহরের হরিসভা মন্দির এলাকায় যায়। এ সময় প্রতিবেশী মিথুন ও তার সঙ্গীরা বিপুলের কাছ থেকে জোর করে ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। বিপুল বাড়িতে এসে ঘটনাটি জানালে তার মা মিথুনের মায়ের কাছে বিচার দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মিথুন রাত ১০টার দিকে দলবল নিয়ে বিপুলের ওপর হামলা চালায়।’
বিপুলের ফুপু নাছিমা বেগম জানান, ৩-৪ দিন আগে তাদের বাড়ির জমি মাপামাপি হয়। এ সময় মিথুনদের সঙ্গে বিপুলের কথা কাটাকাটি হয়। এর জেরেই মিথুনরা বিপুলকে হত্যা করেছে। পুলিশের কাছে এ হত্যার সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছেন তিনি।
এদিকে বিপুল হত্যার খবর শুনে রাজবাড়ী সদর হাসপাতালে ছুটে যান জেলা পুলিশ সুপার জিহাদুল কবির ও সদর থানার ওসি আওলাদ হোসেন।
পুলিশ সুপার জিহাদুল কবির সাংবাদিকদের জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে। হত্যাকারীদের আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান