বাংলার খবর২৪.কম: সংবিধানের ষোড়শ সংশোধন বিল-২০১৪’র যাচাই বাছাই সম্পন্ন করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত এ কমিটির বৈঠকে বিলটির যাচােই বাছা্ই সম্পন্ন করা হয়েছে। খুব দ্রুতই এ বিলটির যাচাই বাছাই প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হবে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্তের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মো: তাজুল ইসলাম চৌধুরী, আবদুল মতিন খসরু, সাহারা খাতুন, মো: শামসুল হক টুকু, মো: আব্দুল মজিদ খান, তালুকদার মো: ইউনুস, এড: মো: জিয়াউল হক মৃধা এবং সফুরা বেগম অংশগ্রহণ করেন।
এছাড়া
বৈঠকে আইন কমিশনের চেয়ারম্যান এ.বি.এম খায়রুল হক, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান