ঢাকা: আরো একজন সচিব চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন। তিনি হলেন মো. আবদুল মান্নান হাওলাদার। বর্তমানে প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রদূত পদে নিয়োজিত আছেন। তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হচ্ছে। এ ব্যাপারে শিগগিরই আদেশ জারি হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে চুক্তিভিত্তিক নিয়োগের প্রবণতা হঠাৎ করেই বেড়ে গেছে। গত সপ্তায় স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলামকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। আবদুল মান্নান হাওলাদার প্রশাসনের ’৮১ ব্যাচের কর্মকর্তা। আগামী ৪ ডিসেম্বর তার চাকরির বয়স শেষ হচ্ছে। সেই থেকে দুই বছরের জন্য তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান