ঢাকা: রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারে পার্থ কুমার (৪০) নামে এক স্বর্ণের দোকানের কর্মচারীকে গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান,তাঁতীবাজারের ‘স্বাদ জুয়েলার্সের কর্মচারী পার্থ বিকালে ইসলামপুরে আল-আরাফা ইসলামী ব্যাংক থেকে ২৫ লাখ টাকা তুলেন। এরপর তিনি পায়ে হেঁটে দোকানের দিকে যাচ্ছিলেন। তিনি তাঁতীবাজারে দোকানের কাছাকাছি পৌঁছালে কয়েকজন ছিনতাইকারীর কবলে পড়েন। এসময় তার কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্র্বৃত্তরা। একপর্যায়ে তার পায়ে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
কোতোয়ালী থানার ডিউটি অফিসার সহকারি পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ছিনতাইয়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে আমাদের উর্ধ্বতন কর্মকর্তাগণ আছেন। এলাকায় অভিযান চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান