ঢাকা: রাজধানীর মোহাম্মপুর এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষের ঘটনায় রায়হান নামে একজনকে পিটিয়ে আহত করেছে পুলিশ। তাকে মারধর করে থানা হাজতে ঢুকিয়ে রাখা হয়েছে।
পত্যক্ষদর্শীরা জানায়, মোহাম্মদপুর থানার কেন্দ্রীয় কলেজের সামনে এক যুবক বেপরোয়া ঢাকা মেট্রো- ল- ১৭-১১৪৮ নম্বরের মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তার পেছনে রায়হান নামে অপর এক যুবক বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটির চালক হার্ড ব্রেক করলে তিনি পড়ে গিয়ে হাতে ব্যাথা পান। এসময় পেছন থেকে বাইসাইকেলটির সাথেও ধাক্কা লাগে। এ ঘটনার পর খবর পেয়ে মোহাম্মদপুর থানার এসআই নয়ন ঘটনাস্থলে যান। এসময় বাইসাইকেল চালক রায়হানকে স্থানীয় মাস্তানদের কথায় মারধর করে থানায় নিয়ে যায়। পরে থানায় নিয়ে মারধর করে তাকে হাজত খানায় ঢুকিয়ে রাখা হয়।
এ ব্যাপারে এস আই নয়নের সেল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তার মোবাইল ফোনটি রিসিভ করেন নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান