ডেস্ক: বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে একত্র হয়ে ‘জোটরাষ্ট্র’ গঠন করা উচিত বলে মন্তব্য করেছেন প্রবীণ বৃটিশ সাংবাদিক স্যার মার্ক টালি।
তিনি বলেছেন, ফ্রান্স ও জার্মানি একত্র হয়েই গড়েছিল ইউরোপীয় ইউনিয়ন। এই উদাহরণ অনুসরণ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের একত্র হয়ে গড়া উচিত দক্ষিণ-পূর্ব এশিয়ার ‘জোটরাষ্ট্র’। দেশগুলো একত্র হলে এই অঞ্চলের দারিদ্র্য, নিরক্ষরতা ও ক্ষুধার মতো বিষয়গুলো দূর করা সহজ হবে।
শনিবার ভারতের আগ্রায় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) দেশগুলোর প্রতিনিধিদলের দুই দিনব্যাপী এক বৈঠকের উদ্বোধনী শেষে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর কাছে এসব কথা বলেন বৃটিশ প্রবীণ সাংবাদিক।
মার্ক টালি ৩০ বছর বিবিসিতে কাজ করেছেন, যার মধ্যে ২০ বছরই ছিলেন বিবিসির দিল্লি কার্যালয়ের ব্যুরো চিফ। উপমহাদেশের রাজনীতি ও ইতিহাস সম্পর্কে বেশ অবগত তিনি। আর সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য তাকে সম্মানজনক নাইট উপাধি দেয় বৃটেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে মার্ক টালি বলেন, যুদ্ধবিগ্রহ শেষ করার দিকে অগ্রসর হচ্ছে বিশ্ব। এমন অবস্থায় ভারত-পাকিস্তানকে বিরোধের অবস্থান থেকে দ্রুত সরে আসতে হবে। তিনি আরো বলেন, এসব দেশের মানুষ একত্র হতে চায় এবং বড় জোটের অংশ হতে চায়।
মার্ক টালির সঙ্গে একমত পোষণ করে পাকিস্তানের লেখক সুরিয়া মানজার বলেন, দুই দেশের মানুষের জন্য একই স্থল করতে অনেক কিছুই করার আছে। আর এই পথে প্রথমটি হলো সংস্কৃতির মিলন। দুই দেশের মানুষের মধ্যে আরো ভালো সম্পর্ক গড়তে হবে।
সার্কের প্রতিনিধিদের বৈঠকের আয়োজক ভারতের ফোকলোর রিসার্চ অ্যাকাডেমির প্রেসিডেন্ট রমেশ যাদব বলেন, তারা শুধু ভারত-পাকিস্তানের সম্পর্ককেই গুরুত্ব দিচ্ছে না। সার্কের সব দেশকেই একই মঞ্চে আনার চেষ্টা করছেন তারা। আর এটি সম্ভব হলে এই অঞ্চলের ওপর থেকে তৃতীয় বিশ্বের তকমা মুছে ফেলা যাবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান