*কাজী আস্তিক বিন মনির *
সুদর্শনা তুমি আসিয়াছ মোর তরে,
মায়াববী আখিঁ তাকাইয়া মোর পানে,
বলেছিলে তুমি নয়ন জলপ্রপাতে,
ভালোবাস তুমি সুধুই আমারে।
ভাবি ছিলাম মোর জীবন ধন্য হইবে,
পাহিয়া তোমার দর্শন মোর তরে,
এমন সুদর্শনার দর্শন পায় কে হে,
আছে বল ক জনার ভাগ্যে।
হরিণী দুচোখ কালো মেঘ কেসে ভেসে,
মুক্ত ঝড়া হাসি তার রেসে রেসে
যে দেখিবে সেই মরিবে,
তাহারে ভালো বেসে।
অপুরুপা তুমি কহিলা মোর কানে,
হতে চাও সঙ্গী মোর এই জীবনে,
খুশিতে আমি আত্মহারা হয়ে,
ঝাপিয়ে পড়িলাম সমুদ্রের জলপ্রপাতে।
টানিয়া তুলিয়া মোর হাতটি ধরে,
কাছে টানিলা তুমি অল্প অল্প করে,
আখিঁ দুটো তোমার বুঝবার মতো করে,
বুকে জড়াইলা তুমি আলতো আলতো করে।
ভাবিলাম বুঝি স্রষ্টা মোর তরে,
পাঠাইয়াছে বেহেশতের দুয়ার খুলে।
বুক ভরিয়া, আসা লইয়া হাতে,
চাহিয়া দেখি কোলবালিসটি মোর সাথে।
বুঝিলাম আমি স্বপন ছিল মোর তরে,
স্ব শরিরে ছেঁকা না খাইলেও,
ছেঁকা খাইলাম স্বপনেতে!!