বাংলার খবর২৪.কম,ঢাকা: রাজধানীর লালবাগে ২০ বছর আগের চাঞ্চল্যকর সাত খুন মামলায় নিম্ন আদালতের দেয়া দুই আসামির মৃত্যুদণ্ড, নয়জনের যাবজ্জীবন ও একজনের ১০ বছরের কারাদণ্ডের রায় বহাল রেখেছেন সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগ।
দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল এবং ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
হাইকোর্টে শুনানিতে অংশ নেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট এসএম শাহজাহান, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, অ্যাডভোকেট খুরশীদ আলম খান ও ব্যারিস্টার ইমরান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান জানান, হাইকোর্ট কয়েকজনের রায় বহাল রাখার পাশাপাশি এ মামলায় জামিনে থাকা আসামি মাহতাব, আজিজ ও মনিরুদ্দিন পাটোয়ারীকে ৩০ দিনের মধ্যে আদালতে আত্মসমর্পণ করার আদেশ দিয়েছেন।
উল্লেখ্য, ১৯৯৪ সালে ঢাকা সিটি করপোরেশনের কমিশনার নির্বাচনকে কেন্দ্র করে লালবাগে চাঞ্চল্যকর এই সাত খুনের ঘটনা ঘটে।
ওই বছরের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত কমিশনার নির্বাচনে লালবাগে জয়লাভ করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হুমায়ুন কবির। বিজয়ী প্রার্থীর সমর্থকরা পরদিন বিজয় মিছিল বের করে। মিছিলটি লালবাগের নবাবগঞ্জ রোডে এলে পরাজিত বিএনপি প্রার্থী আব্দুল আজিজ মিয়ার সমর্থকরা হামলা করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ছয় ব্যক্তি মারা যান। এর প্রায় আড়াই মাস পর চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।
এ হত্যাকাণ্ডে ঘটনার দিনই পরাজিত প্রার্থী আব্দুল আজিজসহ ১৯ জনের বিরুদ্ধে লালবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন হুমায়ুন কবির। তদন্ত শেষে মহানগর গোয়েন্দা পুলিশ ২১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
এরপর সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে ২০০৮ সালের ৭ মে ঢাকার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আসামি আব্দুস সালাম ওরফে মতি এবং জাহিদ হাসান ওরফে নাটকা বাবুকে মৃত্যুদণ্ড দেয়।
এছাড়া দেলোয়ার হোসেন ওরফে আণ্ডা, আমির হোসেন আমির, দিল মো. মতি, আব্দুল আলিম ওরফে শাহীন, মুনির পাটোয়ারী, মাহতাব হোসেন, কানু ওরফে কাইল্যা, মোজাম্মেল ও মুন্নাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আব্দুল আজিজকে দশ বছরের কারাদণ্ড দেয়া হয়। বাকি আট আসামিকে খালাস দেয় আদালত। বিচার চলাকালে আরেক আসামি আব্দুল মজিদ ওরফে চামু মৃত্যুবরণ করেন।
বিচারিক আদালত মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য তা ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে পাঠায়। পাশাপাশি পলাতক দুই আসামি ছাড়া দণ্ডিত সকল আসামি রায়ের বিরুদ্ধে আপিল করেন।
চলতি মাসে এই আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার হাইকোর্ট নিম্ন আদালতের রায় ব্হাল ও মৃত্যুদণ্ড অনুমোদন করে রায় দেন।
রায়ে মুনির পাটোয়ারী, মাহতাব হোসেন, দেলোয়ার হোসেন ওরফে আন্ডা, আব্দুল আলিম ওরফে শাহীন, আমির হোসেন আমির, দিল মো. মতি, কানু ওরফে কাইল্যা, মোজাম্মেল ও মুন্নাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আব্দুল আজিজকে দেয়া দশ বছরের কারাদণ্ডের আদেশ বহাল রাখা হয়েছে। মৃত্যুদণ্ড দেয়া আব্দুস সালাম ওরফে মতি এবং জাহিদ হাসান ওরফে নাটকা বাবুর পাঁচ হাজার টাকার অর্থদণ্ড মওকুফ করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান