বাংলার খবর২৪.কম: পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজা সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকেট আগামী ২৬ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে। আর ফিরতি টিকেট পাওয়া যাবে ৩ অক্টোবর থেকে।
মঙ্গলবার রেলভবনে রেলমন্ত্রী মুজিবুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, একজন যাত্রী সর্বোচ্চ চারটি করে টিকেট কিনতে পারবেন। ঈদ উপলক্ষ্যে বিশেষ রেলসার্ভিস চলবে ১-৫ অক্টোবর পর্যন্ত। ২৬ সেপ্টেম্বর টিকেট বিক্রির প্রথম দিনে বিক্রি হবে ১ অক্টোবরের রেলের আগাম টিকেট। পরবর্তী সময়ে এই ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া যাবে ৫ অক্টোবরের আগাম টিকেট।
মুজিবুল হক বলেন, ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে রেলসার্ভিসে যুক্ত হবে পাঁচ জোড়া বিশেষ ট্রেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান