সিলেট : সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের কমিটি নিয়ে এবার নগরীর টিলাগড় এলাকায় ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।রোববার রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর টিলাগড় পয়েন্টে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মী এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর অনুসারীদের মাঝে এ সংঘষের্র ঘটনা ঘটেছে। উভয় পক্ষের সংঘর্ষে প্রায় ৫ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে শাহপরান থানা পুলিশ মোতায়েন রয়েছে।
এসময় উভয় পক্ষের অনুসারিদের মধ্যে প্রায় আধঘণ্টা ব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ব্যবসায়ীরা আতংকে দোকানপাট বন্ধ করে নিরাপধ আশ্রয়ে চলে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত টিলাগড় এলাকায় রায়হান গ্রুপের অনুসারি সশস্ত্র অবস্থায় অবস্থান করছেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আবারো বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী বলেন, রঞ্জিত গ্রুপের নেতাকর্মীরা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের কমিটি নিয়ে টিলাগড় এলাকায় আমার নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। সেসময় আমি উপস্থিত ছিলাম না। দলীয় কাজে অন্যত্র ছিলাম।
সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে নতুন কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী এক বছরের জন্য নির্মলেন্দু পালকে সভাপতি ও মাহিন নুর ইসলামকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন করেন। কমিটি ঘোষণার পর পদবঞ্চিতরা ওই কমিটি প্রত্যাখ্যান করে। এরপর ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়।
রোববার রাত ১০টার দিকে পদবঞ্চিত নেতাকর্মীরা টিলাগড়স্থ আজমেরি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় হামলায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী আহত হন। পরে রায়হান চৌধুরীর অনুসারীরা টিলাগড়ের আরেকটি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাংচুর করে।