অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

কারাগারে আরাম-আয়েশেই আছেন এমপি লিটন

গাইবান্ধা: গাইবান্ধা জেলা কারাগারে প্রথম শ্রেণির মর্যাদায় বেশ আরাম-আয়েশেই আছেন সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। তার কক্ষে একটি খাট, টেলিভিশন ও চেয়ার-টেবিল ছাড়াও প্রতিদিন একটি দৈনিক পত্রিকা দেয়া হচ্ছে। একজন কর্মচারী তার সেবায় নিয়োজিত রয়েছে।

গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু সৌরভকে গুলি করে হত্যার চেষ্টা ও একটি বাড়ি ভাঙচুর এবং লুটের ঘটনায় দায়ের হওয়া দু’টি মামলায় এমপি লিটনকে গত বুধবার ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন বৃহস্পতিবার গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলি আদালতে জামিন নামঞ্জুর হওয়ার পর থেকেই তিনি কারাগারে। আদালত আগামী ৮ ডিসেম্বর সৌরভ হত্যা চেষ্টা মামলা এবং ১৪ ডিসেম্বর হাফিজার রহমানের বাড়ি ভাঙচুর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

শনিবার দুপুরে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের এক নেতাকে কারাগার এলাকায় দেখে লিটনের খবর জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, এমপি লিটন কারাগারে প্রথম শ্রেণির মর্যাদায় অবস্থান করছেন এবং তিনি বর্তমানে সুস্থ আছেন।

গাইবান্ধা জেলা কারাগারের সুপার মো. মাহবুব আলম জানান, গত ১৫ অক্টোবর আনুমানিক বেলা ১টার দিকে লিটনকে কারাগারে নিয়ে আসা হয়। তাকে জেলকোড অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। বর্তমানে তার রুমে একটি খাট ও চেয়ার-টেবিল দেয়া হয়েছে। প্রতিদিন একটি দৈনিক পত্রিকাও দেয়া হচ্ছে। কারাবিধি অনুযায়ী খাবার পাচ্ছেন। এছাড়াও তার জন্য একজন সেবক নিযোগ করা হয়েছে।

লিটনের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু বলেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলা দুটোর ধারা জামিনযোগ্য। এই কারণে আমরা তার জামিনের ব্যাপারে আশাবাদী। তাই আবারো একই আদালতে (গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলি আদালত) রোববার তার জামিন আবেদন করা হবে।

তিনি আরো বলেন, আইনে কোনো বাধা না থাকলেও স্থানীয়ভাবে গাইবান্ধা জেলা বিচারিক আদালতে দীর্ঘদিন থেকে একটি প্রথা প্রচলিত আছে যে, প্রথম জামিন না মঞ্জুর হওয়ার ৭দিন পর পুনরায় একই আদালতে জামিন আবেদন করা হয়। তাই বিষয়টি নিয়ে রোববার বারের সিনিয়র আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে জামিন আবেদন করা হতে পারে। সেটা সম্ভব না হলে ৭দিন পর আবেদন করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

কারাগারে আরাম-আয়েশেই আছেন এমপি লিটন

আপডেট টাইম : ০২:১৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০১৫

গাইবান্ধা: গাইবান্ধা জেলা কারাগারে প্রথম শ্রেণির মর্যাদায় বেশ আরাম-আয়েশেই আছেন সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। তার কক্ষে একটি খাট, টেলিভিশন ও চেয়ার-টেবিল ছাড়াও প্রতিদিন একটি দৈনিক পত্রিকা দেয়া হচ্ছে। একজন কর্মচারী তার সেবায় নিয়োজিত রয়েছে।

গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু সৌরভকে গুলি করে হত্যার চেষ্টা ও একটি বাড়ি ভাঙচুর এবং লুটের ঘটনায় দায়ের হওয়া দু’টি মামলায় এমপি লিটনকে গত বুধবার ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন বৃহস্পতিবার গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলি আদালতে জামিন নামঞ্জুর হওয়ার পর থেকেই তিনি কারাগারে। আদালত আগামী ৮ ডিসেম্বর সৌরভ হত্যা চেষ্টা মামলা এবং ১৪ ডিসেম্বর হাফিজার রহমানের বাড়ি ভাঙচুর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

শনিবার দুপুরে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের এক নেতাকে কারাগার এলাকায় দেখে লিটনের খবর জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, এমপি লিটন কারাগারে প্রথম শ্রেণির মর্যাদায় অবস্থান করছেন এবং তিনি বর্তমানে সুস্থ আছেন।

গাইবান্ধা জেলা কারাগারের সুপার মো. মাহবুব আলম জানান, গত ১৫ অক্টোবর আনুমানিক বেলা ১টার দিকে লিটনকে কারাগারে নিয়ে আসা হয়। তাকে জেলকোড অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। বর্তমানে তার রুমে একটি খাট ও চেয়ার-টেবিল দেয়া হয়েছে। প্রতিদিন একটি দৈনিক পত্রিকাও দেয়া হচ্ছে। কারাবিধি অনুযায়ী খাবার পাচ্ছেন। এছাড়াও তার জন্য একজন সেবক নিযোগ করা হয়েছে।

লিটনের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু বলেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলা দুটোর ধারা জামিনযোগ্য। এই কারণে আমরা তার জামিনের ব্যাপারে আশাবাদী। তাই আবারো একই আদালতে (গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলি আদালত) রোববার তার জামিন আবেদন করা হবে।

তিনি আরো বলেন, আইনে কোনো বাধা না থাকলেও স্থানীয়ভাবে গাইবান্ধা জেলা বিচারিক আদালতে দীর্ঘদিন থেকে একটি প্রথা প্রচলিত আছে যে, প্রথম জামিন না মঞ্জুর হওয়ার ৭দিন পর পুনরায় একই আদালতে জামিন আবেদন করা হয়। তাই বিষয়টি নিয়ে রোববার বারের সিনিয়র আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে জামিন আবেদন করা হতে পারে। সেটা সম্ভব না হলে ৭দিন পর আবেদন করা হবে।