ঢাকা: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লে. জে. (অব.) মাহবুবুর রহমান একটি দৈনিকে (১৭ অক্টোবর প্রকাশিত) দেয়া সাক্ষাৎকারে জামায়াতে ইসলামী সম্পর্কে করা মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াত।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ গণমাধ্যমে পাঠানো এ বিবৃতিতে বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদ জানান।
তিনি বলেন, মাহবুবুর রহমান জামায়াতে ইসলামী সম্পর্কে যে ধরনের বিরূপ মন্তব্য করেছেন তা অন্যায়, অযৌক্তিক ও অপ্রত্যাশিত। জামায়াতে ইসলামী সম্পর্কে বিএনপি নেতার মন্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তা ২০ দলীয় জোটের ঐক্যের পরিপন্থী এবং জাতীয় স্বার্থ বিরোধী বলেও উল্লেখ করেন তিনি।
হামিদুর রহমান আযাদ বলেন, মাহবুবুর রহমানের মনে জামায়াতে ইসলামী সম্পর্কে নানা প্রশ্ন থাকলেও জনগণের মধ্যে কোন নেতিবাচক ধারণা নেই।
“সরকার যদি মনে করে জামায়াত জঙ্গি সংগঠন, তাহলে তাকে বেআইনি করছেন না কেন? আমরা এ ব্যাপারে সমর্থন করতেও পারি।” মর্মে মাহবুবুর রহমান যে মন্তব্য করছেন তা উস্কানিমূলক এবং ২০ দলীয় জোটের ঐক্যের পরিপন্থী। ২০ দলীয় জোটের শরীক দলের একজন নেতা হয়ে তিনি এ ধরনের স্ববিরোধী মন্তব্য করতে পারেন না। সরকারের এজেন্ট হিসেবে যারা ২০ দলীয় জোট ভাঙতে চায় তারাই এ ধরনের আত্মঘাতি বিরূপ মন্তব্য ছুড়ে দিতে পারেন।
২০ দলীয় জোটে থেকে এ ধরনের জাতীয় স্বার্থ বিরোধী মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বিএনপি নেতা মাহবুবুর রহমানের প্রতি আহ্বান জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান