যৌতুকের ১০ হাজার টাকা না পেয়ে গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে পাষন্ড স্বামী ও তার পরিবারের লোকজন হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকেই পরিবারের সবাই পলাতক রয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মামলার বাদী ও নিহত গৃহবধূর মা সাজেদা বেগম জানান, তার মেয়ে রাবেয়া আক্তারকে (২১) ৪ বছর আগে বরিশালের মুলাদী উপজেলার চিলমারিয়া গ্রামের মোস্তফা সরদারের ছেলে আলীম সরদারের সঙ্গে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে দেন। এরপর তারা রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকার কাদির মেম্বারের ভাড়া বাসায় বসবাস করতো। এখানে আলীম সরদার অটোরিক্সা চালাতো বলে জানান সাজেদা বেগম। কয়েকদিন ধরে জামাতা ১০ হাজার টাকা বাপের বাড়ি থেকে এনে দেয়ায় জন্য তার মেয়ে রাবেয়া আক্তারকে চাপ প্রয়োগ করে আসছিলো। বুধবার রাতে ফের যৌতুকের টাকার জন্য স্বামী আলীম তার স্ত্রী রাবেয়া আক্তারকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এসময় রাবেয়া জ্ঞান হারিয়ে ফেললে মৃত ভেবে আলীম গা-ঢাকা দেয়। পরে পার্শ্ববর্তী রুমের ভাড়াটিয়াদের কাছ থেকে সংবাদ পেয়ে সাজেদা বেগম এসে রাবেয়া আক্তারকে মুমূর্ষ অবস্থায় বুধবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় সাজেদা বেগম বাদি হয়ে ৬ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নিহত রাবেয়া পটুয়াখালী সদর উপজেলার জামুরা গ্রামের সানু আকন্দের মেয়ে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান