পাবনা: আগ্নেয়াস্ত্রসহ পুলিশের হাতে আটকের পর দলীয় পদ থেকে পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান সুমন বহিষ্কার হলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার রাত নয়টায় দিকে সুমনের বহিষ্কারের তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বুধবার দুপুরে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপর মধ্যে বাকবিতন্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত কর্মীরা মারমুখী হয়ে উঠলে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান সুমন নিজের কাছে থাকা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করলে তাকে আটক করে পুলিশ।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এর পরিপ্রেক্ষিতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা ছাত্রলীগ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান