রাঙামাটি : রাঙামাটিতে গ্রেফতারকৃত আরাকান আর্মির শীর্ষ নেতা ডা. রেনিন সু’র পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলমের আদালতে তাকে হাজির করে আজ বুধবার সন্ধ্যায় ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ৩টার দিকে রাঙামাটির রাজস্থলী উপজেলার ইসলামপুর এলাকা থেকে আরাকান আর্মির শীর্ষ নেতা ডা. রেনিন সু’কে গ্রেফতার করে যৌথবাহিনী।
রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মো. সাঈদ তারিকুল হাসান তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান